বইমেলায় বাড়ছে ক্রেতা, আশাবাদী প্রকাশকরা

একুশে বইমেলা ২০২৫, ছবি: ইমরান মাহফুজ/স্টার

দিন যত যাচ্ছে, ততই ক্রেতাদের আনাগোনা বাড়ছে বইমেলায়। বইমেলার ১৯তম দিনে অনেকেই এসেছিলেন দল বেঁধে—কেউ বন্ধুদের নিয়ে, কেউবা পরিবারের সঙ্গে।

বইমেলায় প্রথম দিকে ক্রেতার থেকে দর্শনার্থীদের সংখ্যাই বেশি থাকে। ফলে, ভিড় বেশি হয়, কিন্তু বই বিক্রি হয় কম। তবে, এখন চিত্র ভিন্ন। দর্শনার্থীদের পাশাপাশি ক্রেতাও বাড়ছে।

সরজমিনে মেলা ঘুরে দেখা যায়, ক্রেতা-দর্শনার্থীদের আনাগোনায় বেশ খুশি লেখক ও প্রকাশকরা। তারা বলছেন, মেলায় জনসমাগম বেশ ভালো। বইপ্রেমীরা আসছেন, বই দেখছেন।

আগামীকাল উপস্থিতি আরও বাড়বে বলে প্রত্যাশা তাদের।

লেখক কাজল রশীদ শাহীন বলেন, 'বইমেলায় ধীরে ধীরে জমে উঠেছে। অনেক পাঠক তালিকা ধরে নির্বাচিত বই সংগ্রহ করছেন দেখলাম।'

জ্ঞানকোষ প্রকাশনীর প্রকাশক ওয়াসি আহমেদ বলেন, 'আগের তুলনায় বই বিক্রি বেড়েছে। শেষের দিকে মূল ক্রেতারা আসেন। এজন্য শেষ দিকে বিক্রিও ভালো হয়। স্টলগুলো ঘুরে ঘুরে দেখার প্রতিই সবাই মনোযোগী। তবে, দর্শনার্থীদের পাশাপাশি ক্রেতাও বাড়ছে।'

বইমেলায় গতকাল মঙ্গলবার এসেছে ১০৫টি নতুন বই। এর মধ্যে সিরাজুল ইসলাম চৌধুরীর 'ঊনসত্তুরের গণঅভ্যুত্থান ও জনমুক্তির প্রশ্ন', আসিফ নজরুলের 'শেখ হাসিনার পতনকাল', আলী রিয়াজের 'আমিই রাষ্ট্র: বাংলাদেশের ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র', কথাসাহিত্যিক আহমদ মোস্তফা কামালের 'রূপ নারানের কূলে', রবিউল কমলের 'নকিপুরের নেকড়ে' ও 'রোমেল ও ঘড়িভূত', হাসান এনামের 'দোয়েল পাখির নোট', মানজুলুল হকের 'মৃত্যুর মানচিত্র', পলিয়ার ওয়াহিদের 'গুলি ও গাদ্দার', সোনিয়া তাসনিমের দ‍্য ব্রেভার্স সিরিজের 'Z-ভেনম' উল্লেখযোগ্য।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষক সরোজ মেহেদীর প্রথম গল্পগ্রন্থ 'মায়াজাল'র মোড়ক উন্মোচন হয়েছে আজ। অধ্যাপক ড. সুমন রহমান বইটির মোড়ক উন্মোচন করেন।

বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয়েছে 'জন্মশতবর্ষ: রোকনুজ্জামান খান দাদাভাই' শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেছেন জুলফিকার শাহাদাৎ। আলোচনায় অংশগ্রহণ করেন শাহাবুদ্দীন নাগরী। সভাপতিত্ব করেন সৈয়দ মোহাম্মদ শাহেদ।

এবারের বইমেলায় রিদম প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে সিডনিপ্রবাসী আকিদুল ইসলামের 'প্রিয় অস্ট্রেলিয়া'। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে সংস্কৃতির আদান-প্রদানের জন্য দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি।

বইমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক আমীন আল রশীদের গবেষণা গ্রন্থ 'বাংলাদেশের সংসদীয় বিতর্ক: জাতীয়তাবাদ, বাকশাল, রাষ্ট্রধর্ম ও অন্যান্য'। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সংবিধান প্রণয়নের জন্য গঠিত গণপরিষদ থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত ১২টি সংসদের উল্লেখযোগ্য কয়েকটি বিষয় নিয়ে এই বই।

পত্রিকা ও টেলিভিশনের জন্য শিমুল সালাহ্উদ্দিনের নেওয়া সাক্ষাৎকারের আর্কাইভ থেকে নির্বাচিত কবিদের সঙ্গে ১৩টি দীর্ঘ আলাপের সংগ্রহ 'কবির মুখোমুখি কবি' পাওয়া যাচ্ছে বইমেলায়।

লেখক তৌহিদুল ইসলামের রম্য রচনা 'বিয়ে বাড়িতে ইয়ে' প্রকাশ করেছে স্বপ্ন'৭১ প্রকাশন। দেশের সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, সামাজিক ও পারিবারিক নানা পরিস্থিতি বইটি লেখার উপকরণ হিসেবে ব্যবহৃত হয়েছে।

Comments

The Daily Star  | English
consensus commission bicameral parliament proposal

Consensus commission: Talks stall over women’s seats, upper house

The National Consensus Commission proposed establishing an upper house comprising elected representatives from each district and city corporation, and suggested abolishing the current system of reserved seats for women in parliament.

4h ago