বলিউড সুরকার-গীতিকার প্রীতমের অফিস থেকে ৪০ লাখ রুপি চুরি

প্রীতম চক্রবর্তী, বলিউড,
প্রীতম চক্রবর্তী। ছবি: সংগৃহীত

বলিউডের বিখ্যাত সংগীত সুরকার, গীতিকার ও গায়ক প্রীতম চক্রবর্তীর অফিস থেকে ৪০ লাখ রুপি চুরি হয়েছে। এ ঘটনায় প্রীতম চক্রবর্তীর ম্যানেজার মালাড থানায় এক কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করেছেন। সন্দেহভাজন আশীষ সায়ালের বয়স ৩২ বছর বয়স। তাকে খুঁজে বের করতে ইতোমধ্যে একটি তদন্ত দল গঠন করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, পুলিশ জানিয়েছে গত ৪ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে একটি প্রোডাকশন হাউসের একজন কর্মচারী গোরেগাঁওয়ে প্রীতম চক্রবর্তীর মিউজিক স্টুডিও ইউনিমাস রেকর্ড প্রাইভেট লিমিটেডে যান। তিনি তার ম্যানেজার বিনীত চেদ্দাকে একটি ব্যাগ দেন। ওই ব্যাগের মধ্যে নগদ ৪০ লাখ রুপি ছিলেন। এসময় সেখানে সায়াল, আহমেদ খান এবং কমল দিশাও উপস্থিত ছিলেন।

এরপর একই ভবনে থাকা প্রীতমের বাড়িতে যান ম্যানেজার। তিনি অফিস থেকে বের হওয়ার আগে নগদ রুপি একটি ট্রলি ব্যাগে রেখেছিলেন। তবে, ম্যানেজার ফিরে এসে দেখতে পান, নগদ রুপিসহ ট্রলি ব্যাগটি সেখানে নেই।

তখন ম্যানেজার চেদ্দা অন্যান্য কর্মীদের জিজ্ঞাসা করলে তারা বলেন, সায়াল ব্যাগটি নিয়ে গেছে এবং বলেছে, সে ব্যাগটি প্রীতম চক্রবর্তীর বাসায় নিয়ে যাচ্ছে। তখনই ম্যানেজার সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তিনি ফোন ধরেননি এবং পরে ফোনটি বন্ধ করে দেন। তখনই চেদ্দারের সন্দেহ হয় এবং প্রীতমকে খবর দেন। প্রীতমের পরামর্শের পর ম্যানেজার দ্রুত থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় একটি চুরির মামলা দায়ের করা হয় এবং কর্তৃপক্ষ সন্দেহভাজন ব্যক্তির আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগ করে। তারপর তার মোবাইল ফোনের রেকর্ড বিশ্লেষণ করে তাকে খুঁজে বের করতে তদন্ত দল গঠন করে।

তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি সম্প্রতি টাকা ধার করেছিলেন কিনা তা খতিয়ে দেখছেন। তাহলে চুরির পেছনের উদ্দেশ্য খুঁজে পাওয়া সহজ হবে।

ভারতীয় সংবাদমাধ্যমে ইন্ডিয়ান এক্সপ্রেস একজন পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে, আমরা এটাও বোঝার চেষ্টা করছি যে, সে সম্প্রতি কারও কাছে টাকা চেয়েছিল কিনা, কারণ এটি চুরির কারণ নির্ধারণে আমাদের সাহায্য করতে পারে।

তার ভাষ্য, এ ঘটনার তদন্ত এখনো চলছে এবং তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও বিশদ তথ্য জানানো হবে।

প্রীতম একজন জনপ্রিয় গীতিকার ও সুরকার। তিনি গ্যাংস্টার, লাইফ ইন আ মেট্রো, বরফি, অ্যায় দিল হ্যায় মুশকিল ও ব্রহ্মাস্ত্র সিনেমাতে কাজের জন্য পরিচিত।

Comments

The Daily Star  | English
rickshaws banned on Dhaka's main roads

Rickshaws no longer allowed on main roads: DNCC

More than 100 illegal battery-powered rickshaws were seized during the joint operation

1h ago