অরিজিৎ সিংয়ের স্কুটারে শহর ঘুরলেন এড শিরান

এড শিরান, অরিজিৎ সিং, বলিউড, ভারত,
অরিজিতের স্কুটারে বসে আছেন এড শিরান। ছবি: সংগৃহীত

জনপ্রিয় ব্রিটিশ গায়ক এড শিরান এখন ভারত সফরে আছেন। গত বছর তিনি মুম্বাইয়ে পারফর্ম করেছিলেন। পরে ভক্তরা তার আরও শোয়ের জন্য অপেক্ষায় ছিলেন এবং শেষ পর্যন্ত তিনি এ বছর ভারত সফরে এসেছেন। এখন পর্যন্ত এই ব্রিটিশ পুনে, চেন্নাই ও বেঙ্গালুরুতে পারফর্ম করেছেন। যেহেতু তার পরবর্তী শোয়ের জন্য এখনো সময় রয়েছে। তাই তিনি ভারত ঘুরে দেখার সিদ্ধান্ত নিয়েছেন। আর এই কাজে সহযোগীতার জন্য তিনি বলিউডের জনগ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা করেন।

বেশ কয়েকটি ভাইরাল ভিডিওতে এড শিরান ও অরিজিৎ সিংকে একসঙ্গে ঘুরতে দেখা গেছে। এড শিরানকে স্কুটারে চড়ে ঘুরাচ্ছেন অরিজিৎ সিং। এডকে হাসিমুখে জিয়াগঞ্জের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গেছে।

ভক্তরা ভাবছেন, অরিজিৎ সিং ও এড শিরান দুজনেই কনসার্টের জন্য ভারতের বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছেন। আগামী ১৫ ফেব্রুয়ারি দিল্লিতে পারফর্ম করবেন এড। হয়তো সেখানে সারপ্রাইজ গেস্ট হতে পারেন অরিজিৎ সিং। কারণ দ্য গালওয়ে গাল গায়ক সম্প্রতি চেন্নাই ও বেঙ্গালুরুতে তার শোতে এ আর রহমান এবং শিল্পা রাওকে আমন্ত্রণ জানিয়ে ভক্তদের অবাক করে দিয়েছিলেন।

এড ও অরিজিৎ যদি সত্যিই কোনো কনসার্টে একসঙ্গে পারফর্ম করেন, তবে এটি হবে তাদের দ্বিতীয় দ্বৈত পারফর্ম। গত বছর লন্ডনে নিজের কনসার্টে ভক্তদের চমকে দিতে এডকে আমন্ত্রণ জানিয়েছিলেন অরিজিৎ। দুজন মিলে সেদিন শ্রোতাদের মাতিয়েছিলেন।

এদিকে গত সপ্তাহে বেঙ্গালুরুর কনসার্টে শিল্পা রাওয়ের সঙ্গে দেবরার গান 'ছুট্টামাল' গেয়েছিলেন এড শিরান। এড তেলুগুতে গান গাওয়ায় সবাই অবাক হয়ে যান। পরে জুনিয়র এনটিআর এডের পারফরম্যান্সে প্রতিক্রিয়া জানিয়েছিলেন এবং একটি ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন, 'সংগীতের কোনো সীমানা নেই এবং আপনি এটি আবার প্রমাণ করেছেন এড।'

Comments

The Daily Star  | English

ICT investigators submit report against Hasina, 2 others

The charges stem from the violent crackdown during the July 2024 mass uprising

48m ago