গাজীপুরে ২৪ ঘণ্টার অভিযানে আটক ৪৩
![](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/very_big_201/public/images/2024/01/29/gazipur_15_1.jpg)
গাজীপুরে পলাতক আওয়ামী লীগ নেতা আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১৮ জনসহ মোট ৪৩ জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।
গত ২৪ ঘণ্টায় গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপ্স) তাহেরুল হক চৌহান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তাহেরুল হক বলেন, ৪৩ জনের সবাইকে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে। এর ভেতর শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১৮ জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
তবে আটককৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ভাষ্য, শুক্রবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় পলাতক আওয়ামী লীগ নেতা আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও লুটপাটের খবর পেয়ে ছাত্ররা বন্ধ করতে গেলে তাদের ওপর হামলা হয়। এতে অন্তত ১৮ জন আহত হন।
এই ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুরে গাজীপুর সদর উপজেলার রাজবাড়ী মাঠে প্রতিবাদ সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ সোহেল, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক আলী নাসের খানসহ স্থানীয় ছাত্রনেতারা।
পরে দুপুর ১টার দিকে সমাবেশ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের ফটকের সামনে গিয়ে অবস্থান নেন। পরে সংগঠনটির কেন্দ্রীয় দুই নেতা আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম সেখানে যোগ দেন।
সমাবেশে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করীম খান হামলায় জড়িতদের গ্রেপ্তার দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার আশ্বাস দেন। পাশাপাশি ঘটনাস্থলে সময়মতো পুলিশ যেতে না পারার কারণে ক্ষমা চান।
এছাড়া জাতীয় নাগরিক কমিটি হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেয়।
Comments