গাজীপুরে ক্যাসিনো আসরে অভিযানে ৬ পুলিশ আহত, আটক ৭

গাজীপুরের শ্রীপুরে অনলাইনভিত্তিক ক্যাসিনোর আসরে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের হামলায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।
আজ সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শ্রীপুর ও গাজীপুর সদরের সীমান্ত লাগোয়া বেতঝুড়ি ও পোড়ান বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। জয়দেবপুর ও শ্রীপুর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
জয়বেদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।'
আহত পুলিশ সদস্যরা হলেন—এস আই তাজুল ইসলাম, এএসআই এমরান উদ্দিন, এএসআই রাকিবুল ইসলাম, এএসআই আশরাফুল ইসলাম, এএসআই রিয়াদ হোসেন ও এএসআই ফিরুজ হোসেন। তারা সবাই জয়দেবপুর থানায় কর্মরত। এ ছাড়া হামলায় আহত হয়েছেন পুলিশকে বহনকারী লেগুনা চালক আবুল কালাম।
অভিযানে আটক ব্যক্তিরা হলেন—শ্রীপুরের বেতঝুড়ি গ্রামের মোশাররফ হোসেন (৩১), সেলিম মিয়া (৩২), আবুবকর সিদ্দিক(১৯), আব্দুল রুহুল(৫২), সোহেল রানা (২৮), দিনাজপুর জেলার হাকিমপুরের নাজমুল হোসেন (২৭) ও ময়মনসিংহ জেলার পাগলা থানার রুবেল মিয়া (৩৪)।
Comments