মনগড়া, ভিত্তিহীন সংবাদে মানসিকভাবে ভেঙে পড়েছি: বিজয়
![Anamul Haque Bijoy Anamul Haque Bijoy](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2025/02/03/aaa.jpg)
বিপিএলে ব্যাট হাতে ভালো করলেও চরম অস্বস্তিতে আছেন এনামুল হক বিজয়। দুর্বার রাজশাহীর হয়ে খেলা এই ওপেনার জানিয়েছেন, তাকে জড়িয়ে কিছু গণমাধ্যমের ভিত্তিহীন খবরে পরিবারসহ মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি।
বিপিএলে দুর্বার রাজশাহীর নেতৃত্ব পেয়েছিলেন বিজয়। টুর্নামেন্টের মাঝপথে তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরমধ্যে পারিশ্রমিক ইস্যুতে চরম সমালোচনায় আসে রাজশাহী।
এসবের মধ্যেই স্পট ফিক্সিং সন্দেহে কয়েকজন ক্রিকেটারের সঙ্গে বিজয়ের নামও কিছু গণমাধ্যমে প্রকাশ হয়। শনিবার একটি জাতীয় দৈনিকে বিজয়কে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে সংবাদ প্রচার হলে তোলপাড় তৈরি হয়। বিসিবি পরে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায় খবরটি সত্য নয়।
বিজয় নিজে এবার মুখ খুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেইজে ভিডিও বার্তায় তিনি বলেন, 'এসব মনগড়া, ভিত্তিহীন সংবাদে আমিসহ আমার পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছি। বিষয়টি যে মিথ্যা সেটি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়েছে।'
তিনি বলেন, 'গত চার-পাঁচ দিনে আমার পরিবার এবং ওপর দিয়ে যা যাচ্ছে, সেটা আসলে কারওরই জানা নাই। শুধু জানা আছে আমার। আসলে বিস্তারিত অনেক কিছুই বলতে চাই। কিন্তু ওরকম পরিস্থিতিতে ছিলাম না, তাই কিছু বলা হয়নি। যখন দেখলাম বিসিবি, আমাদের অভিভাবক, তারা একটা সুন্দর বার্তা দিয়েছে সংবাদমাধ্যমে। যেটার পরেই আসলে কথা বলার একটা সুযোগ হয়েছে। আমি মনে করি সেটা কথা বলার পারফেক্ট সময়।'
মিথ্যা, মনগড়া খবর যারা ছড়িয়েছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন জাতীয় দলে খেলা এই ব্যাটার।
Comments