অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম জানিয়ে দিল দুর্বার রাজশাহী

ছবি: ফিরোজ আহমেদ

বিপিএল শুরুর আগের দিন অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম জানিয়ে দিল দুর্বার রাজশাহী। টপ অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়কে নেতৃত্ব দিয়েছে তারা। তার সহকারীর ভূমিকায় দেখা যাবে তারকা পেসার তাসকিন আহমেদকে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধিনায়ক হিসেবে বিজয় ও সহ-অধিনায়ক হিসেবে তাসকিনের নাম ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। আগামীকাল বিপিএলের একাদশ আসরের উদ্বোধনী ম্যাচে তারা মোকাবিলা করবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে। খেলা শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'দুর্বার রাজশাহী ম্যানেজমেন্ট আশাবাদী যে তারা (বিজয় ও তাসকিন) মাঠে তাদের অভিজ্ঞতা কাজে লাগাবেন এবং দলকে প্রতিযোগিতায় তাদের চূড়ান্ত লক্ষ্য অর্জনে সহায়তা করবেন।'

৩২ বছর বয়সী বিজয় শেষবার বাংলাদেশের জার্সিতে খেলেছেন গত মার্চে, চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে। ২৯ বছর বয়সী তাসকিন এই বছর জাতীয় দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছেন। তিন সংস্করণ মিলিয়ে ৩০ ম্যাচে তিনি ১৯.২৩ গড়ে নিয়েছেন ৬৩ উইকেট।

সাতটি দল নিয়ে হতে যাওয়া বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি প্রতিযোগিতার জন্য এখন পর্যন্ত পাঁচটি দল অধিনায়কের নাম ঘোষণা করেছে। বরিশাল তামিম ইকবালকে, রংপুর রাইডার্স নুরুল হাসান সোহানকে, ঢাকা ক্যাপিটালস থিসারা পেরেরাকে ও চিটাগং কিংস মোহাম্মদ মিঠুনকে নেতৃত্ব দিয়েছে।

আরও দুটি দলের অধিনায়কের নাম জানানো এখনও বাকি আছে। তারা হলো খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স।

দুর্বার রাজশাহী স্কোয়াড

স্থানীয় খেলোয়াড়: এনামুল হক বিজয় (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), জিশান আলম, আকবর আলী, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির হোসেন, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ অন্তর, এসএম মেহেরব হাসান ও মিজানুর রহমান।

বিদেশি খেলোয়াড়: মোহাম্মদ হারিস (পাকিস্তান), আরাফাত মিনহাস (পাকিস্তান), সাদ নাসিম (পাকিস্তান), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), লাহিরু সামারাকুন (শ্রীলঙ্কা) ও সালমান মির্জা (পাকিস্তান)।

Comments