নোবেল-মৌ জুটির বিজ্ঞাপনের রিমেকে নিরব ও কেয়া পায়েল
নব্বই দশকের সাড়া জাগানো একটি বিজ্ঞাপনচিত্রের রিমেক হচ্ছে, যেখানে মডেল ছিলেন নোবেল ও মৌ। সেই বিজ্ঞাপনে নতুনভাবে মডেল হিসেবে দেখা যাবে নিরব ও ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েলকে। এটি একটি মেহেদির বিজ্ঞাপন বলে জানা গেছে।
গতকাল শুক্রবার বিএফডিসিতে শুটিং শুরু হয়েছে বিজ্ঞাপনটির। এটির নির্মাতা প্রবীর রায় চৌধুরী।
নিরব বলেন, 'যারা নব্বই দশকে ছোট ছিলেন তারা সহজেই মনে করতে পারবেন বিজ্ঞাপনটি। সেই বিজ্ঞাপনে নোবেল ভাই ও মৌ আপু ছিলেন। কাজটি নতুন করে রিমেক হচ্ছে। আয়োজনও বেশ ভালো। এ কারণে আমার কাছে মনে হলো ভালো এই কাজটির সঙ্গে থাকা যায়। আমার সঙ্গে কেয়া পায়েল রয়েছেন এই কাজটিতে। বিজ্ঞাপনটি করতে গিয়ে পজিটিভ ভাইব পাচ্ছি। দর্শকরাও হয়তো পাবেন।'
Comments