অপরাধ ও বিচার

রবীন্দ্রনাথকে নিয়ে অবমাননাকর মন্তব্য, গায়ক নোবেলকে আইনি নোটিশ

বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ফেসবুকে অসম্মানজনক মন্তব্য করার অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেলকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
নোবেল। ছবি: শাহরিয়ার কবীর হিমেল/স্টার

বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ফেসবুকে অসম্মানজনক মন্তব্য করার অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেলকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

আজ রোববার চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট মিঠুন বিশ্বাস এ আইনি নোটিশ পাঠান।

নোবেলকে নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে জাতির সামনে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়। অন্যথায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

আইনি নোটিশে আরও বলা হয়, নোবেল তার ভেরিফায়েড ফেসবুক পেজ 'নোবেল ম্যান' থেকে  গত ১০ ও ১১ আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বানোয়াট, বিদ্বেষপূর্ণ, ভিত্তিহীন মন্তব্য করে ২টি পোস্ট করেন। এসব পোস্ট সর্বস্তরের মানুষের অনুভূতিতে আঘাত করেছে। এ ধরনের ঘটনা দেশের প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ।

জানতে চাইলে অ্যাডভোকেট মিঠুন বিশ্বাস বলেন, রবীন্দ্রনাথের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করার বিষয়টি স্বীকার করে ৭ দিনের মধ্যে ফেসবুক পোস্ট সরানো এবং জনসাধারণের কাছে ক্ষমা চাওয়ার জন্য তিনি আইনি নোটিশটি দিয়েছেন। অন্যথায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হবে।

 

Comments