পরমাণু স্থাপনায় হামলা ছাড়াই ইরান-ইসরায়েল সংঘাত নিরসনের পক্ষে ট্রাম্প

ওভাল অফিসে নির্বাহী আদেশে সই দেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ট্রাম্প। ছবি: এএফপি
ওভাল অফিসে নির্বাহী আদেশে সই দেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ট্রাম্প। ছবি: এএফপি

প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেশ কিছুদিন ধরেই চলছে ইরানের সঙ্গে ইসরায়েলের সংঘাত। তবে এ ধরনের হামলা ছাড়াই ইরান-ইসরায়েল সংঘাত নিরসনের পক্ষে মত দিয়েছেন নবনিযুক্ত মার্কিন ডোনাল্ড প্রেসিডেন্ট ট্রাম্প।

আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট।

হোয়াইট হাউসের ওভাল অফিসে এক সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, 'ইরানের পরমাণু অবকাঠামোয় ইসরায়েলের সম্ভাব্য হামলার বিষয়ে আপনি কি ভাবছেন?'

জবাবে ট্রাম্প বলেন, 'খুব ভালো হয় যদি সামরিক উদ্যোগ এড়িয়ে বিষয়টি আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা যায়।'

'আশা করছি ইরান একটি সমঝোতায় পৌঁছাবে। তবে তারা যদি কোনো সমঝোতা না করে, তাতেও সমস্যা নেই, যোগ করেন ট্রাম্প।

এ সময় একটি নির্বাহী আদেশে সই দিচ্ছিলেন ট্রাম্প।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি: এএফপি
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি: এএফপি

এক দিন আগেই ইরান ট্রাম্পের এক নির্বাহী আদেশের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে। ট্রাম্পের সর্বশেষ আদেশে হামাস, আইএসের মতো জঙ্গি সংগঠনের তালিকায় যুক্ত হয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নাম।

ইরান তার ভ্রাতৃপ্রতিম এই সংগঠনকে জঙ্গির তকমা দেওয়ার সিদ্ধান্তকে 'ভিত্তিহীন' বলে উল্লেখ করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, এই সিদ্ধান্ত হুতিদের চরম আর্থিক দুর্দশার দিকে ঠেলে দেবে। এমন নির্মম সিদ্ধান্ত নিতে বাইডেন প্রশাসনও রাজি ছিল না উল্লেখ করে তিনি আরও জানান, 'এটা সার্বিকভাবে ইয়েমেনি জনগণের বিরুদ্ধে অমানবিক অর্থনৈতিক বিধিনিষেধ আরোপের অজুহাত।'

Comments

The Daily Star  | English

Power subsidies may rise 83% this fiscal year

Subsidies for the power sector are likely to balloon 83 percent this fiscal year as the interim government is planning to clear all arrears owed to private power producers.

10h ago