চেলসির উদযাপনের মঞ্চে ট্রাম্পকে দেখে ‘বিভ্রান্ত’ হয়েছিলেন পালমার

ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে যখন উচ্ছ্বাসে মাতোয়ারা চেলসি, তখনও পুরস্কার বিতরণী মঞ্চ ছেড়ে যাননি ডোনাল্ড ট্রাম্প। ট্রফি ধরে রাখা ব্লুজদের অধিনায়ক রিস জেমসের পাশেই দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। পরে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো গিয়ে তাকে মঞ্চ থেকে সরিয়ে নেন যান। ট্রাম্পকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে 'বিভ্রান্ত' হয়েছিলেন কোল পালমার।
গতকাল রোববার রাতে অনুষ্ঠিত ফাইনালে দাপট দেখিয়ে নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে ৮১ হাজারের বেশি দর্শকের সামনে তারা ফেভারিট পিএসজিকে ৩-০ গোলে উড়িয়ে দেয়। ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির জয়ের নায়ক ছিলেন ২৩ বছর বয়সী পালমার। নিজে জোড়া গোল করার পাশাপাশি জোয়াও পেদ্রোর গোলে সহায়তা করেন তিনি।
শিরোপা নির্ধারণী লড়াই উপভোগ করতে স্ত্রীসহ মাঠে উপস্থিত হয়েছিলেন ট্রাম্প। ম্যাচ শেষে জয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানানো হয় তাকে। এরপর ঘটে চমকপ্রদ ওই ঘটনা, যেটার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে ভাইরাল। শিরোপা তুলে ধরার আগে জেমস ও চেলসির গোলরক্ষক রবার্ত সানচেজের সঙ্গে কথা বলতে দেখা যায় ট্রাম্পকে। এরপর ইনফান্তিনো ডেকে নেওয়া পর্যন্ত চেলসির উদযাপনে শামিল ছিলেন তিনি।
THEY DID IT! @ChelseaFC lift the FIFA Club World Cup!
CHAMPIONS OF THE WORLD
GLOBAL HOME OF FOOTBALL | Live All Summer Long | https://t.co/i0K4eUtwwb | #FIFACWC #TakeItToTheWorld #CHEPSG pic.twitter.com/44SgOhV7n7
— DAZN Football (@DAZNFootball) July 13, 2025
সেসময় ট্রাম্পের মঞ্চ ছেড়ে না যাওয়ার ঘটনাটি বেশ অবাক করে দর্শকদের। এই প্রসঙ্গে ক্লাব বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কারজয়ী ইংলিশ উইঙ্গার পালমার বলেন, 'আমি জানতাম, ট্রাম্প ওখানে (মঞ্চে) থাকবেন। কিন্তু শিরোপা উঁচিয়ে ধরার সময়ও তিনি দাঁড়িয়ে থাকবেন সেটা জানতাম না। আমি কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েছিলাম।'
চেলসির অধিনায়ক ও ইংলিশ ডিফেন্ডার জেমস বলেন, 'আমাকে (আয়োজকদের তরফ থেকে) বলা হয়েছিল, ট্রাম্প আমার হাতে ট্রফি তুলে দিয়ে মঞ্চ থেকে চলে যাবেন। আমিও ভেবেছিলাম, তিনি চলে যাবেন। কিন্তু তিনি মঞ্চে থাকতে চেয়েছিলেন। শিরোপা জেতার জন্য তিনি আমাকে ও দলকে অভিনন্দন জানান এবং আমাদেরকে মুহূর্তটি উপভোগ করতে বলেন।'
প্রথমবারের মতো ৩২টি ক্লাব নিয়ে নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হলো ক্লাব বিশ্বকাপ। সেখানে বাজিমাত করা চেলসিকে শুরুতে ফেভারিটদের তালিকায় রেখেছিলেন কম লোকই। প্রতিযোগিতায় এটি তাদের দ্বিতীয় শিরোপা। অন্যদিকে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাজয়ী পিএসজি ফাইনালে পৌঁছেছিল দাপট দেখিয়ে। আগের চার ম্যাচে ১২ গোলের বিপরীতে নিজেদের জাল অক্ষত রেখেছিল তারা। কিন্তু মূল লড়াইয়ে একেবারে মুখ থুবড়ে পড়ে দলটি।
Comments