জন্মসূত্রে নাগরিক: ট্রাম্পের সিদ্ধান্ত অসাংবিধানিক, বললেন আদালত

আবারও হোয়াইট হাউসে ট্রাম্প। ছবি: এএফপি
আবারও হোয়াইট হাউসে ট্রাম্প। ছবি: এএফপি

জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ সাময়িকভাবে স্থগিত করেছে মার্কিন আদালত।

প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বভার নেয়ার পরই প্রশাসনিক নির্দেশ জারি করে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রে জন্মালেই সে দেশের নাগরিকত্ব পাওয়া যাবে, এই নিয়ম আর থাকবে না।

এই নির্দেশের বিরুদ্ধে পাঁচটি মামলা হয়। ২২টি অঙ্গরাজ্য ও একাধিক অভিবাসী অধিকার রক্ষা গোষ্ঠীর তরফ থেকে মামলা করা হয়।

এমনই একটি মামলায় সিয়াটলের ডিস্ট্রিক্ট জজ সি কফেনর রায় দিয়েছেন, মার্কিন নাগরিকত্ব নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে নির্বাহী আদেশ জারি করেছেন, তা 'পুরোপুরি অসাংবিধানিক'।

বিচার বিভাগের আইনজীবীকে তিনি বলেছেন, 'আমি এটা বুঝতে পারছি না, আইনজীবী হয়ে কী করে আপনি বলতে পারেন, এই নির্দেশ সাংবিধানিক। এটা শুনে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি।'

মামলাকারীদের পক্ষ থেকে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে সংবিধানের ১৪তম সংশোধনে স্পষ্টভাবে বলা হয়েছে, সেদেশে কেউ জন্মালেই সে মার্কিন নাগরিকত্ব পাবে।

বিচার বিভাগের আইনজীবীর মত ছিল, ট্রাম্প দেশের ভিতর অভিবাসী সমস্যার সমাধান করতে চাইছেন। বিশেষ করে দেশের দক্ষিণ সীমান্তে যে সমস্যা তৈরি হয়েছে, তা মেটাতে চাইছেন। এই নির্দেশ তারই অঙ্গ।

প্রশাসনিক নির্দেশে বলা হয়েছিল, ১৯ ফেব্রুয়ারির পর যারা আমেরিকার নাগরিক নন, তাদের সন্তান যুক্তরাষ্ট্রে হলেও সেই বাচ্চা নাগরিকত্ব পাবে না। সে কোনো সামাজিক সুরক্ষা বা সরকারি সুবিধা পাবে না।

ট্রাম্প জানিয়েছেন, সরকার আদালতের এই  সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানাবে। 

 

Comments

The Daily Star  | English

Ex-army chief freedom fighter Safiullah passes away

The prominent sector commander of liberation war breathed his last while undergoing treatment at CMH

35m ago