দলবদল: ২ কোটি ৯৬ লাখ পাউন্ডে রেইসকে নিল ম্যান সিটি

শুরু হয়ে গেছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শীতকালীন দলবদল। মৌসুমের মাঝপথে ঘাটতি দূর করে দলের শক্তি বাড়াতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে দলগুলো। তাছাড়া, চুক্তির শেষ মৌসুমে থাকা খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করতে কোনো বাঁধা নেই। তাদের অনেকেই বর্তমান ঠিকানায় থেকে যাবেন চুক্তির মেয়াদ বাড়িয়ে। আবার কেউ পাড়ি জমাবেন নতুন ক্লাবে। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে দলগুলো।

ইংলিশ প্রিমিয়ার লিগের দলবদল ১ জানুয়ারি শুরু হয়ে চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। জার্মান বুন্ডেসলিগা, স্প্যানিশ লা লিগা আর ফরাসি লিগ ওয়ানের দলবদলও শেষ হবে একই দিনে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের বাকিটি অর্থাৎ ইতালিয়ান সিরি আর দলবদল চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত।

২০২৫ সালের শীতকালীন দলবদলের সবশেষ খবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।

২ কোটি ৯৬ লাখ পাউন্ডে রেইসকে নিল ম্যান সিটি

ব্রাজিলের ১৯ বছর বয়সী উদীয়মান ডিফেন্ডার ভিতর রেইসকে দলে টানল ম্যানচেস্টার সিটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারীরা। দুই পক্ষের মধ্যে চুক্তি হয়েছে সাড়ে চার বছরের জন্য। রেইসকে পেতে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে ২ কোটি ৯৬ লাখ পাউন্ড দিতে হয়েছে সিটিজেনদের। চলমান মৌসুমের বাকি অংশের জন্য তাকে ধারে রাখার আশা করেছিল পালমেইরাস। কিন্তু এই মাসেই সেন্টার-ব্যাক রেইস যোগ দেবেন স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার স্কোয়াডে।

ভিলার ডেরায় যোগ দিলেন আন্দ্রেস

সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাস্টন ভিলা নিশ্চিত করেছে আন্দ্রেস গার্সিয়ার সঙ্গে চুক্তির খবর। স্পেনের ২১ বছর বয়সী ফুল-ব্যাকের জন্য ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিকে খরচ করতে হয়েছে ৬০ লাখ পাউন্ড। নানা শর্ত অনুসারে অর্থের অঙ্কটা আরও ১০ লাখ পাউন্ড বাড়তে পারে। ২০২২ সাল থেকে এতদিন স্প্যানিশ ক্লাব লেভান্তেতে খেলা আন্দ্রেস মূলত রাইট-ব্যাক। তবে রাইট উইংয়েও কার্যকর ভূমিকা রাখতে পারেন তিনি।

২ কোটি ২০ লাখ পাউন্ডে উইসাকে বিক্রি করবে না ব্রেন্টফোর্ড

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ইয়োয়ানে উইসাকে পেতে ব্রেন্টফোর্ডকে ২ কোটি ২০ লাখ পাউন্ডের প্রস্তাব দিয়েছে নটিংহ্যাম ফরেস্ট। কিন্তু ডিআর কঙ্গোর ২৮ বছর বয়সী স্ট্রাইকারকে এই দামে ছাড়তে রাজী নয় ব্রেন্টফোর্ড। তারা আরও বড় অঙ্কের অর্থ প্রত্যাশা করছে, যদিও উইসার বর্তমান চুক্তির আর মাত্র ১৮ মাস বাকি আছে। চলমান মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগে ১৯ ম্যাচে ১১ গোলের পাশাপাশি করেছেন দুটি অ্যাসিস্ট।

Comments

The Daily Star  | English

The ceasefire that couldn't heal: Reflections from a survivor

I can’t forget the days in Gaza’s hospitals—the sight of dismembered children and the cries from phosphorus burns.

5h ago