মুশফিক আর ফারহানের নতুন যে নাটক দর্শক পছন্দ করছেন
শারীরিক অসুস্থতা কাটিয়ে শুটিংয়ে আবার ফিরেছেন অভিনেতা মুশফিক আর ফারহান। এর মধ্যেই মোহাম্মদ তৌফিকুল ইসলাম পরিচালিত 'সুইট ফ্যামিলি' নাটকটি বছরের প্রথমদিন মুক্তির পর বেশ আলোচনায় এসেছে।
নাটকটি মুক্তির দুই সপ্তাহে এক কোটি ভিউ অতিক্রম করেছে। নাটকে ফারহানের বিপরীতে আছেন অর্চিতা স্পর্শিয়া।
গল্পের প্রয়োজনে প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসা পাচ্ছেন মুশফিক আর ফারহান।
মুশফিক আর ফারহান বলেন, 'গত বছরের মাঝামাঝি থেকে নাটক ইন্ডাস্ট্রিতে কাজের সংখ্যা কিছুটা কমে গিয়েছিল। সেই পরিস্থিতি একটু একটু করে স্বাভাবিক হচ্ছে। আবার নতুন করে ইন্ডাস্ট্রিতে কাজের গতি ফিরে এসেছে। নতুন বছরে শুরুতেই আমার অভিনীত সুইট ফ্যামিলি নাটকটি খুব অল্প সময়ে এক কোটি ভিউ অতিক্রম করেছে। দর্শকদের কথা মাথায় রেখে প্রতিটি নাটকের গল্প নির্বাচন করি। দর্শকদের এই ভালোবাসার কারণেই আজকের আমি।'
Comments