টাঙ্গাইলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি

টাঙ্গাইল সদর উপজেলায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চোর সন্দেহে অজ্ঞাতপরিচয় এক যুবককে পিটিয়ে হত্যা করেছে উপস্থিত জনতা।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ বৃহস্পতিবার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, হত্যাকারীদের আইনের আওতায় আনতে পুলিশ অভিযান শুরু করেছে।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে হাসপাতালে হত্যার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের দোতলায় গাইনোকোলজি বিভাগে চিকিৎসাধীন এক রোগীর ব্যাগ বিকেলে চুরি হয়। তিনি জানিয়েছেন, তার ব্যাগে ৬৩০ টাকা ছিল। পাঁচজন যুবক এক ব্যক্তিকে চোর সন্দেহে মারধর করেন। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। এরপর ওই যুবকরা চলে যান।

তানভীর বলেন, 'পুলিশ নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা করছে। হামলাকারীদের শনাক্ত করতে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।'

Comments

The Daily Star  | English

Kuet students set fire to symbolic VC chair

The ongoing protests stem from a clash between two student groups on February 18

28m ago