নারায়ণগঞ্জে নারী পোশাককর্মীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

dead body
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক নারী পোশাক কর্মীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত মো. শান্তকে (২৫)  আটক করেছে পুলিশ।

আজ সোমবার ভোর ৫টার দিকে ফতুল্লার গাবতলী এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম।

নিহত নিলুফা বেগম (৫৫) গাবতলী এলাকায় ভাড়াবাসায় থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার শান্ত কুমিল্লার হোমনা উপজেলার শামীম মিয়ার ছেলে এবং  তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় নিলুফা রান্নাঘরে ছিলেন। এ সময় শান্ত নামে ওই তরুণ লাঠি হাতে একতলা বাড়িটির জানালার কাঁচ ভাঙতে শুরু করেন। নিলুফা তাকে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে শান্ত তাকে লাঠি দিয়ে বেধরক পেটাতে থাকেন। প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় ওই নারীকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি শরীফুল বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, শান্ত নামে ওই তরুণ ঢাকার আরামবাগে দেওয়ানবাগ শরীফে কাজ করতো। পুলিশ দেওয়ানবাগ শরীফে যোগাযোগ করলে কর্তৃপক্ষ জানায়, ওই তরুণ মানসিক ভারসাম্যহীন। সে কী কারণে ফতুল্লায় এলাকায় গিয়েছিল তাও তারা জানেন না।

নিহতের ছেলে মো. নাসির জানান, ওই তরুণকে তারা চেনেন না। তাকে এলাকার মানুষ এদিকে কখনো দেখেননি।

স্থানীয়রা ওই তরুণকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেন। এই ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে বলে জানান ওসি।

Comments

The Daily Star  | English

Netanyahu now a wanted man

ICC issues arrest warrants for the Israeli PM, his former defence chief for war crimes and crimes against humanity; 66 more killed in Gaza

59m ago