১১১৪ কোটি টাকা আত্মসাৎ: এস আলমের ২ ছেলেসহ ৫৪ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের ইসলামী ব্যাংকের জুবিলি রোড শাখা থেকে প্রায় এক হাজার ১১৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের ছেলে আহসানুল আলম ও আশরাফুল আলমসহ ৫৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার দুদকের মহাপরিচালক মো. আখতার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিদের মধ্যে আরও আছেন—মেসার্স ইউনাইটেড সুপার ট্রেডার্সের মালিক মোহাম্মদ গোলাম কিবরিয়া চৌধুরী, ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মওলা, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী,  কেকিউএমএইচ হাবিবুল্লাহ, বর্তমান এসভিপি ও শাখাপ্রধান সোহেল আমান, সাবেক শাখাপ্রধান শাহাদাত হোসেন। বাকি আসামিদের মধ্যে অন্তত ৩০ জন ইসলামী ব্যাংকের কর্মকর্তা।

এর আগে, ভুয়া কাগজ দিয়ে ১ হাজার ৯২ কোটি ৪৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ডিসেম্বরে এস আলমের ছেলে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলমের বিরুদ্ধে আরেকটি মামলা করেছিল দুদক।

Comments

The Daily Star  | English

Parties agree on chief justice appointment, limiting emergency powers

Manifesto provision allows top-two judge choice; cabinet to approve emergency declaration

1h ago