এস আলম পরিবারের ৫৮ একর সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

এস আলম
মোহাম্মদ সাইফুল আলম। ছবি: সংগৃহীত

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের ৫৮ একর স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।

৩৬৮ কোটি টাকা মূল্যের এসব জমি ও সম্পত্তি ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে। 

দুদক উপপরিচালক তদন্ত দলের প্রধান মো. আবু সাঈদের পক্ষে দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম আদালতে আবেদন দাখিল করেন।

আবেদনে বলা হয়, এস আলমের পরিবারের সদস্যরা যেন ওই সম্পদ হস্তান্তর করতে না পারে, এজন্য তা জব্দ করা প্রয়োজন।

একই আদালত গত ১৬ জানুয়ারি এস আলম ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন ২৪টি কোম্পানির ৩২ কোটি ১০ লাখের বেশি শেয়ার জব্দের নির্দেশ দেয়। এই শেয়ারের মূল্য ৩৫০ কোটি টাকা।

১৪ জানুয়ারি এস আলম, তার স্ত্রী ফারজানা পারভীন ও পরিবারের ১৬ জন সদস্যের ২০০ কোটি টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত এবং ৮৭টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেন আদালত।

সিঙ্গাপুর ও অন্যান্য কয়েকটি দেশে এক বিলিয়ন টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত এস আলম ও তার স্ত্রী। তাদেরসহ পরিবারের আরও ১১ সদস্যের বিরুদ্ধে গত বছরের ৭ অক্টোবর একই আদালত বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে।

Comments

The Daily Star  | English

Bangladeshis worry amid US immigration crackdown

The United States has deported at least 31 Bangladeshis after President Donald Trump took a tough immigration policy.

5h ago