১০৯২ কোটি টাকা আত্মসাৎ: এস আলমের ছেলেসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা

ভুয়া কাগজ দিয়ে ১ হাজার ৯২ কোটি ৪৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের কর্মকর্তা ও ব্যবসায়ীসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার আসামির মধ্যে এস আলম গ্রুপের মোহাম্মদ সাইফুল আলম মাসুদের ছেলে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলমও আছেন।

আজ বৃহস্পতিবার দুদকের উপপরিচালক ইয়াসির আরাফাত দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ এ এ মামলা করেন।

দুদকের উপপরিচালক নাজমুস সাদাত দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আসামিরা একে অপরের সঙ্গে যোগসাজশে মুরাদ এন্টারপ্রাইজের নামে ভুয়া কাগজপত্র দিয়ে ইসলামী ব্যাংকের চাক্তাই শাখা থেকে ১ হাজার ৯২ কোটি ৪৩ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছে।'

তিনি আরও বলেন, 'দীর্ঘ তদন্তে দুদক দেখেছে যে, ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা সবাই এই অবৈধ ঋণের সঙ্গে জড়িত এবং এর সুবিধাভোগী।'

আসামিরা হলেন—ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম, ফসিউল আলম, কাজী শহীদুল আলম, সিরাজুল কবির, জয়নাল আবেদীন, সাবেক পরিচালক মো. সেলিম উদ্দিন, সাবেক ভাইস প্রেসিডেন্ট তানভীর আহমেদ, নমিনি পরিচালক সৈয়দ আবু আসাদ, চাক্তাই শাখার প্রধান ও অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মনজুর হাসান, চাক্তাই শাখার ব্যবস্থাপক আহসান উল্লাহ এবং মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম সারওয়ার চৌধুরী।

মামলার বিবরণীতে বলা হয়, ব্যাংকের চাক্তাই শাখা অফিস ২০২১ সালের ২৩ নভেম্বর বৈধ কাগজপত্র ছাড়াই মুরাদ এন্টারপ্রাইজকে ৯৬৬ কোটি ৬৫ লাখ টাকা ঋণ দেয়। ব্যাংকের ওই শাখায় অ্যাকাউন্ট খোলার ছয় দিন পর এ ঋণ দেওয়া হয়। ব্যাংকের বিনিয়োগ কমিটি ঋণ প্রক্রিয়া তদন্ত না করেই ঋণ অনুমোদন করে।

Comments

The Daily Star  | English
Tarique Rahman on election demands

Conspirators eyeing country’s resources like vultures: Tarique

Tarique said the conspiracy by mischievous elements, both within the country and abroad, against the BNP, its leaders, and the nation, does not stop

36m ago