বস্তায় মিনিকেট লিখে প্রতারণা, লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাধারণ চালের বস্তায় মিনিকেট লিখে প্রতারণার অপরাধে সেবা রাইস মিল মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার দুপুরে খাদ্য অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করেন।
জেলা খাদ্য অধিদপ্তরের পরিদর্শক মো. রামিম পাঠান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ওই চালকলে পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার, অস্বাভাবিক পরিমাণ চালের মজুত এবং মিলগেট মূল্য তালিকা সম্বলিত সিল না থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে।'
তিনি আরও বলেন, 'উপজেলার সোনারামপুর এলাকার সেবা রাইস মিল বিআর-২৮ চালের বস্তায় মিনিকেট লিখে প্রতারণা করে আসছিল।'
'সব অসঙ্গতি আমলে নিয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ওই প্রতিষ্ঠানকে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়,' বলেন তিনি।
Comments