লাইফ সাপোর্টে অঞ্জনা, অবস্থা ‘ক্রিটিক্যাল’

অভিনেত্রী অঞ্জনা। ছবি: সংগৃহীত
অভিনেত্রী অঞ্জনা। ছবি: সংগৃহীত

লাইফ সাপোর্টে আছেন অভিনেত্রী অঞ্জনা। বেসরকারি হাসপাতাল থেকে বর্তমানে তাকে পিজি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে অঞ্জনার ছেলে নিশাত মনি দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিসেম্বর মাসের শুরুতে জ্বরে আক্রান্ত হন অঞ্জনা। জ্বর না কমায় গত ২২ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকটি পরীক্ষার পর রক্তে সংক্রমণ ধরা পড়ে।

অঞ্জনার ছেলে নিশাত বলেন, 'মায়ের অবস্থা এখন খুবই ক্রিটিক্যাল। খুব শ্বাসকষ্ট হচ্ছে। গতকাল থেকে কষ্টের মাত্রা বেড়েছে। তাই দেরি না করে ভেন্টিলেশন সাপোর্ট দিতে হয়েছে। এ মুহুর্তে স্রষ্টার কৃপা ছাড়া আমাদের কিছুই করার নাই।'

গত আট দিনে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) থেকেও তার শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি।

 

Comments