‘সবচেয়ে দ্রুত গতির’ ট্রেনের প্রোটোটাইপ উন্মোচন করল চীন
নতুন এক বুলেট ট্রেনের প্রোটোটাইপ উন্মোচন করেছে চীন। এটি ঘণ্টায় সর্বোচ্চ ৪৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম।
বেইজিংয়ের দাবি, আগামীতে এটি বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ট্রেন হিসেবে আত্মপ্রকাশ করবে।
সংবাদমাধ্যম সিএনএনের গতকাল মঙ্গলবারের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
চীনের পরিবহন মন্ত্রণালয় জানায়, সিআর৪৫০ মডেলের ট্রেনটির পরীক্ষামূলক গতি ঘণ্টায় ৪৫০ কিলোমিটার ও কার্যকরী গতি ঘণ্টায় ৪০০ কিলোমিটারে পৌঁছেছে।
বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেন সিআর৪০০-ও চীনের তৈরি। ২০১৭ সালে চালু হওয়া এই ট্রেন ঘণ্টায় ৩৫০ কিলোমিটার বেগে চলতে পারে।
চায়না ডেইলির বরাত দিয়ে সিএনএন জানায়, বাণিজ্যিকভাবে ব্যবহারের প্রস্তুতি হিসেবে নতুন ট্রেনটি তিন হাজারেরও বেশি সিমুলেশন এবং দুই হাজারেরও বেশি প্ল্যাটফর্ম পরীক্ষা সম্পন্ন করেছে।
চীনের রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বাণিজ্যিক কার্যক্রমের জন্য সব প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করতে আরও কিছু লাইন পরীক্ষা এবং পরিমার্জনের মধ্য দিয়ে যেতে হবে এই প্রটোটাইপকে।
গত এক দশকে ট্রেন ও রেলপথ উন্নয়নে বিশ্বের শ্রেষ্ঠ দেশ হয়ে উঠেছে চীন।
চীনের পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, দেশটির মোট রেলপথ এখন এক লাখ ৬০ হাজার কিলোমিটারেরও বেশি। এর মধ্যে অন্তত ৪৬ হাজার কিলোমিটারজুড়ে উচ্চগতির রেলসেবা রয়েছে।
চীনে দীর্ঘদিন ধরে এই উচ্চগতির রেলসেবাকে ফ্লাইটের বিকল্প হিসেবে দেখা হচ্ছে। এই রেলসেবা দেশের বড় শহরগুলোর পাশাপাশি অনেক প্রান্তিক অঞ্চলকেও সংযুক্ত করেছে।
আশির দশক থেকে উচ্চ গতি ও ক্ষমতা সম্পন্ন রেলপথের পেছনে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এশিয়া ও ইউরোপের অনেক দেশ।
Comments