অপরাধ দমনের কোনো ম্যাজিক সলিউশন নেই, পুলিশ কাজ করছে: আইজিপি

রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ রিটায়ারড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইজিপি বাহারুল আলম। ছবি: স্টার

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, সারাদেশে অপরাধ দমনে পুলিশ কাজ করছে এবং এর কোনো ম্যাজিক সলিউশন (জাদুকরি সমাধান) নেই।

তিনি বলেন, 'সারা দেশের এসপিদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের কাছে কোনো জাদুকরি সমাধান নেই কারণ আপনি পরিস্থিতি জানেন এবং কোথা থেকে আমাদের ফিরে আসতে হবে।'

আজ শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবস্থা নিচ্ছি।'

রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ রিটায়ারড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

ঢাকাসহ বিভিন্ন স্থানে ক্রমবর্ধমান চুরি, ডাকাতি ও হত্যার ঘটনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে আইজিপি বলেন, 'আমরা পুলিশ বাহিনীকে কার্যকর করতে এবং তাদের প্রতি আস্থা ফিরিয়ে আনতে কাজ করছি। আমরা মানুষের আরও কাছাকাছি যেতে চাই এবং তাদের সহযোগিতা চাই। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদেরও আহ্বান জানাচ্ছি যাতে আমাদের সম্প্রদায়ের (পুলিশ সদস্যদের) সম্পৃক্ততা বাড়াতে সহায়তা করেন।' 

পুলিশ বাহিনীতে পদোন্নতির বিষয়ে আইজিপি বলেন, 'কর্মকর্তাদের অবদানের প্রতি সম্মান ও স্বীকৃতি প্রদানের উপায় হিসেবে মাত্র ১০ থেকে ১২ দিন চাকরির মেয়াদ বাকি থাকতেই পদোন্নতি দেওয়া হচ্ছে।'

তার মেয়াদ নিয়ে মন্তব্য জানতে চাইলে আইজিপি বলেন, 'আমি অবসর থেকে ফিরে এই দায়িত্ব গ্রহণ করেছি। জানি না কতটুকু অর্জন করতে পারব... তবে আমি চলে যাওয়ার সময় সম্মানটা সঙ্গে করে নেওয়ার চেষ্টা করব।'

সম্প্রতি বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থী সমন্বয়কারীদের হুমকির বিষয়ে আইজিপি বলেন, 'আমরা প্রতিটি ঘটনা বিশ্লেষণ করে সমাধান করেছি। কালিয়াকৈরে ডাকাতি ও নারায়ণগঞ্জে মোবাইল ছিনতাইয়ের ঘটনা তদন্ত হয়েছে।'

তিনি বলেন, 'ছাত্র সমন্বয়কদের নারায়ণগঞ্জে নিয়ে যাওয়া হলে তারা ভুক্তভোগীর পরিবারের সঙ্গে দেখা করে ফলাফলে সন্তোষ প্রকাশ করেন। এসব ঘটনা পরিকল্পিত হত্যার ঘটনা নয় বলেও উল্লেখ করেন আইজিপি।'

হুমকিসহ আরও দুটি ঘটনার কথাও উল্লেখ করেন আইজিপি। এর একটি হলো ময়মনসিংহ থেকে দশম শ্রেণির এক ছাত্রকে গ্রেপ্তার করে তার বাবা-মায়ের জিম্মায় দেওয়া।

অপর ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মেহের নামে এক শিক্ষার্থীকে হুমকি দেওয়া হয়, যার ফলে সিরাজগঞ্জ থেকে জাহিদ হাসানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

আইজিপি বলেন, 'আমরা প্রতিটি ঘটনা সমাধানের জন্য কাজ করছি, তবে সবগুলো ঘটনার মধ্যে যোগসূত্র নেই।'

সম্প্রতি সচিবালয়ে অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে চাইলে আইজিপি প্রশ্ন এড়িয়ে গিয়ে বলেন, 'এটা তদন্ত কমিটি কাজ করবে। আমি এ বিষয়ে কথা বলতে পারব না।'

Comments

The Daily Star  | English

Elections entirely Bangladesh's internal matter: Shafiqul

'Wounds caused by crimes against humanity perpetrated by AL still fresh,' says CA's press secretary

55m ago