নীলফামারী থেকে ঢাকায় ফিরেই সচিবালয় পরিদর্শনে আসিফ

সচিবালয়ে নিজের পুড়ে যাওয়া অফিসসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত অংশ পরির্দশন করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

উত্তরবঙ্গ সফরের মাঝপথেই ঢাকায় ফিরে সচিবালয়ে গেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বর্তমানে তিনি সচিবালয়ে তার পুড়ে যাওয়া অফিসসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত অংশ পরির্দশন করছেন।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, আসিফ মাহমুদের সঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও নৌ পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন রয়েছেন।

এর আগে, সচিবালয়ে আগুন লাগার ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন বলে ফেসবুকে এক পোস্টে জানান আসিফ। এতে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি।

ওই পোস্টে আসিফ মাহমুদ বলেন, 'আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।'

ছবি: সংগৃহীত

আসিফ মাহমুদ বলেন, 'স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থলোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি।'

উল্লেখ্য, বুধবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। ছয় ঘণ্টা পর আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

আজ সকালে আসিফ মাহমুদ নীলফামারীতে অবস্থান করছিলেন। দুপুরে হেলিকপ্টারে করে তার কুড়িগ্রামে যাওয়ার কথা ছিল। কিন্তু সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় নীলফামারী থেকেই তিনি ঢাকায় ফিরে এসেছেন।

Comments

The Daily Star  | English

Price of 12kg LPG cylinder goes up by Tk 4

The hike is attributed to the government's increased Value Added Tax on LPG

32m ago