ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

Mymensingh.jpg
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক সড়কের গাছতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন­—নেত্রকোনার সদর থানার বাহাদুরপুর গ্রামের খুশেদ মিয়ার ছেলে বিদ্যা মিয়া (৪২), একই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী লাভলী আক্তার (১৮), কাইলাটি ইউনিয়নের সাত বুড়িকান্দা গ্রামের আব্দুর রাশিদের স্ত্রী বকুল বেগম( ৬০) ও একই গ্রামের মৃত নবী নেওয়াজের ছেলে আব্দুর রাশিদ।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন

টিপু সুলতান বলেন, ময়মনসিংহ থেকে যাত্রীবাহী অটোরিকশাটি নেত্রকোনার দিকে যাচ্ছিল। এটি গাছতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত অবস্থায় স্থানীয়রা আরও চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম জানান, হাসপাতালে আনার পর আরও আহত আরও দুই যাত্রী মারা যান। অন্য দুইজনের চিকিৎসা চলছে।

Comments

The Daily Star  | English

Democracy ends where leadership begins

The Daily Star analysis of 25 political parties

11h ago