ময়মনসিংহে সিএনজি ফিলিং স্টেশনে আগুন, নিহত ২

রহমতপুর বাইপাস মোড়ে আজ দুপুরে আজহার ফিলিং স্টেশন ও ইন্ট্রাকো সিএনজি গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরীর রহমতপুরে একটি সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে এক প্রাইভেটকার চালকসহ দুই জন নিহত হয়েছেন।

এ ঘটনায় এক নারীসহ আহত হয়েছেন সাত জন।

আজ সোমবার দুপুর ৩টার দিকে রহমতপুর বাইপাস মোড়ে আজহার ফিলিং স্টেশন ও ইন্ট্রাকো সিএনজি গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, প্রাইভেটকার চালক হিমেল মিয়া (২৬) ও আব্দুল কুদ্দুস (৮৫)।

হিমেল ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধা ৭টার দিকে আব্দুল কুদ্দুস মারা যান।

আহতদের মধ্যে পাঁচ জনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে বলে জানায় পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম খান জানান, পাম্পের গ্যাসলাইন ফেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে প্রাইভেটকারে আগুন লাগার পর আশেপাশে আগুন ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের সহায়তায় আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

32m ago