ফেনীতে ছাত্র-জনতা হত্যা মামলায় আ. লীগের ৩ নেতা গ্রেপ্তার

arrest logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

তারা হলেন, ফেনী সদর উপজেলার চনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক তপন, ফেনীর দাগনভূঁঞা সদর ইউনিয়নের ৬ নম্বর দক্ষিণ করিমপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল আউয়াল এবং ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতা বেলায়েত হোসেন।

পুলিশ জানায়, এমদাদুল হক তপন বিরুদ্ধে তিনটি হত্যা মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। তাকে ঢাকার আগারগাঁও এলাকায় স্থানীয় ছাত্র-জনতা আটক করে পুলিশে সোপর্দ করেন। 

আবদুল আউয়াল ও বেলায়েত হোসেনকে পৃথক দুটি হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করে হয়েছে। 

শুক্রবার রাতে পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ চাকমা জানান, হত্যা ও হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার এবং আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। 
 

Comments

The Daily Star  | English

Penalty less than illegal gains fuels stock manipulation

While fines are intended to deter future offences, questions remain over their effectiveness if the amount is lower than the illegal gain.

12h ago