আ. লীগের সাবেক এমপি এম এ মালেক মিরপুরে গ্রেপ্তার

সাভারে ছাত্র হত্যা মামলায় অভিযুক্ত সাবেক সংসদ সদস্য এম এ মালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা-২০ (ধামরাই) আসনের আওয়ামী লীগের সাবেক এই এমপিকে মিরপুর-১ এর একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির আজ দুপুরে দ্য ডেইলি স্টারকে জানান, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও আশুলিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে গত রাতে তাকে গ্রেপ্তার করে।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনে হত্যার ঘটনায় এম এ মালেকের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা রয়েছে। এই থানায় তার বিরুদ্ধে মোট চারটি হত্যা মামলা রয়েছে। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন এম এ মালেক। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগ প্রার্থী বেনজির আহমেদের কাছে পরাজিত হন।

Comments

The Daily Star  | English
Apparel Buyers Delay Price Increases Post-Wage Hike Promise

Garment exports to US grow 17%

Bangladesh shipped apparels worth $5.74 billion in the July-March period to the USA

9h ago