সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে আজ ঈদ উদযাপন

ছবিটি আজ সকালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা থেকে তোলা। ছবি: এস দিলীপ রায়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জেলার মানুষ আজ শুক্রবার সকালে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন।

দ্য ডেইলি স্টারের লালমনিরহাট সংবাদদাতা জানান, রংপুর অঞ্চলের পাঁচ জেলার ১২০ গ্রামের দুই লাখের বেশি মানুষ শুক্রবার ঈদুল আজহা উদযাপন করছেন। সকাল ৯টার দিকে এসব গ্রামের ঈদগা ও মাঠে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। কয়েক বছর ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদসহ অন্যান্য ধর্মীয় উৎসব পালন করে আসছেন।

রংপুর বিভাগীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, লালমনিরহাটে ১৫টি, কুড়িগ্রামে ২৫টি, রংপুরে ২২টি, গাইবান্ধায় ২৮টি এবং নীলফামারীতে ৩০টি গ্রামে আজ ঈদ উদযাপিত হয়েছে।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর গ্রামের ঈদগা মাঠ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল সাত্তার বলেন, 'সৌদি আরব ইসলামের কেন্দ্র। আমরা মনে করি, তাদের অনুসরণ করা উচিত। তাই আমরা এভাবে ঈদ উদযাপন করি।'

একই উপজেলার মুন্সিপাড়া গ্রামের ইমাম মাওলানা আব্দুল মাজেদ বলেন, '২০১১ সাল থেকে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদসহ ধর্মীয় রীতি পালন করছি।'

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, 'সৌদি আরবের সঙ্গে মিল রেখে যেসব গ্রামে ঈদ উদযাপন হয়েছে, সেখানে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে আমরা ব্যবস্থা নিয়েছি। সবাই যেন নির্বিঘ্নে ঈদ পালন করতে পারেন, সে ব্যাপারে প্রশাসন সচেষ্ট ছিল।'

এদিকে সাতক্ষীরা সংবাদদাতা জানান, জেলার ২০ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ সকালে ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে জেলার বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম জানান, সাতক্ষীরায় ২০ গ্রামে সৌদি আরবের নির্ধারিত তারিখ অনুযায়ী ঈদ উদযাপন করা হচ্ছে। তারা বংশপরম্পরায় এই নিয়ম অনুসরণ করে আসছেন।

চাঁদপুর সংবাদদাতা জানান, আজ জেলার অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সাদ্রা দরবার শরীফ মাঠে সকাল ৮টায় প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পাশের উপজেলা ফরিদগঞ্জের টোর মুন্সীর হাট, সাচনমেঘ ও উভরামপুর গ্রামের একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহরাস্তি ও মতলব উত্তর উপজেলায় সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

এদিকে ফেনীর তিনটি পৃথক স্থানে ঈদুল আযহা উদযাপন করা হয়েছে বলে জানিয়েছেন ডেইলি স্টারের সংবাদদাতা। এগুলো হলো-ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের পূর্ব সুলতানপুর সাত নং ওয়ার্ডে দুটি পাড়ায় ও পরশুরাম পৌরসভার কোলাপাড়া ছয়ঘরিয়া এলাকা।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম জানান, ফেনীর পরশুরাম পৌরসভার কোলাপাড়া ছয়ঘরিয়া এলাকায় গত কয়েক বছর থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

জামালপুর সংবাদদাতা জানান, জেলার সরিষাবাড়ী উপজেলার ১৬টি গ্রামে আজ ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সকালে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার মধ্যপাড়া মাস্টারবাড়ী জামে মসজিদসহ চারটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বলারদিয়ার, মুলবাড়ী, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাউসী, হোসনাবাদ, পাটাবুগা, পুটিয়ারপাড়, বগারপাড়, উচ্চগ্রাম, চর লোটাবর ও করগ্রাম—এই ১৬টি গ্রামের প্রায় দুই শতাধিক মুসল্লি ঈদের জামাতে অংশ নেন।

Comments

The Daily Star  | English

Govt plans to include private sector in US tariff talks

Bangladesh is currently reviewing the proposals and will send a response within the next couple of days, Commerce Secretary Mahbubur Rahman told The Daily Star yesterday over the phone.

15h ago