জাতীয় লিগ টি-টোয়েন্টি

রান খরা কাটিয়ে বিজয়ের অপরাজিত সেঞ্চুরি

Anamul Haque Bijoy

প্রথম চার ম্যাচে তেমন কিছুই করতে পারেননি এনামুল হক। পঞ্চম ম্যাচে গিয়ে জ্বলে উঠল তার ব্যাটে। আগ্রাসী ব্যাটিংয়ে করলেন অপরাজিত সেঞ্চুরি, তার ব্যাটেই পাওয়া পুঁজি নিয়ে জিতল খুলনা বিভাগ।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় লিগের টি-টোয়েন্টি ম্যাচে ৬৭ বলে ১০ চার, ৫ ছক্কায় ১০১ রান করেন বিজয়। এতে ১৮০ রানের পুঁজি নিয়ে ঢাকা বিভাগকে ২১ রানে হারিয়েছে খুলনা। অপরাজিত সেঞ্চুরিতে ম্যাচ সেরা হন বিজয়।

স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারে বিজয়ের এটি দ্বিতীয় শতরান। প্রথমটি করেছিলেন সেই ২০১৩ সালে। সিলেটের এই মাঠেই বিজয় দিবস টি-টোয়েন্টিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ৬৩ বলে ১০৫ রান করেছিলেন তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে।

টস হেরে ব্যাট করতে নেমে ইমরুল কায়েসকে নিয়ে ভালো শুরু আনেন বিজয়। পঞ্চম ওভারে দলের ৪১ রানে ফিরে যান ১৪ করা ইমরুল। পরে আজিজুল হাকিম তামিমকে এক পাশে রেখে রান বাড়াতে থাকেন বিজয়। এই দুজনের জুটিতে যোগ হয় আরও ৪৯ রান। আজিজুল ও মোহাম্মদ মিঠুনের উইকেট দ্রুত হারানোর পর অধিনায়ক নুরুল হাসান সোহানের সঙ্গে ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তিনি। ২৩ বলে ৩৪ বলে অপরাজিত ছিলেন সোহান।

১৮১ রান তাড়ায় নেমে ৩২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া ঢাকা আর সেভাবে ঘুরে দাঁড়াতে পারেননি। তাইবুর রহমান পারভেজ ৬৩ রান করলেও লাগান ৪১ বল। মাইদুল ইসলাম অঙ্কন ২৩ বলে ৪৩ করলেও তখন ম্যাচ অনেকটাই খুলনার পকেটে।

সকালের আরেক ম্যাচে আউটার মাঠে বরিশাল বিভাগকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে রংপুর বিভাগ। আগে ব্যাট করে মাত্র ১০৮ রানে গুটিয়ে যায় বরিশাল। তাদের ইনিংস ধসিয়ে দিতে মাত্র ৯ রানে ৪ উইকেট নেন মিডিয়াম পেসার আলাউদ্দিন বাবু। রান তাড়ায় চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের ৪৪ বলে ৫৩ রানের ইনিংসে সহজেই জেতে রংপুর।

Comments

The Daily Star  | English

Torch procession at DU demanding justice for JCD leader Shammo

The procession, under the banner of "Students Against Terrorism", began around 8:20pm

1h ago