ব্যাংকে নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা ৩২
দেশের সব তফসিলি ব্যাংকে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ নির্ধারণ করেছে সরকার।
বাংলাদেশ ব্যাংক গত বৃহস্পতিবার এক সার্কুলারে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, আইন মন্ত্রণালয়ের গত ১৮ নভেম্বর এক অধ্যাদেশ অনুযায়ী সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থায় সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছরের পরিবর্তে ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।
এ অধ্যাদেশের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকে সরাসরি নিয়োগের ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছরের পরিবর্তে ৩২ বছর নির্ধারণ করার জন্য সব সরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সার্কুলারে ২০১৩ সালের ২৩ জুনের নির্দেশনা রহিত করা হয়েছে বলেও বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।
Comments