বিশ্বকাপ বাছাইয়ের ইউরোপিয়ান অঞ্চলের ড্র: কোন গ্রুপে কারা
আগামী ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের উয়েফা বা ইউরোপিয়ান অঞ্চলের ড্র অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারী ৫৪টি দল ১২টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রথম ছয়টি গ্রুপে আছে চারটি করে দল। পরের ছয়টি গ্রুপে রাখা হয়েছে পাঁচটি করে দলকে।
শুক্রবার সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফার সদর দপ্তর অনুষ্ঠিত হয়েছে বাছাইয়ের ড্র। পাঁচ দলের গ্রুপগুলোর বাছাইপর্ব শুরু হবে আগামী বছরের মার্চে, চার দলের গ্রুপগুলোর সেপ্টেম্বরে। নভেম্বরে শেষ হবে বাছাইপর্ব। প্রতিটি গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষ দল পাবে সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট।
বাছাইপর্বের কোন গ্রুপে কারা:
গ্রুপ | দল | ||||
---|---|---|---|---|---|
এ | নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে জার্মানি বনাম ইতালি ম্যাচের জয়ী দল | স্লোভাকিয়া | নর্দার্ন আয়ারল্যান্ড | লুক্সেমবার্গ | |
বি | সুইজারল্যান্ড | সুইডেন | স্লোভেনিয়া | কসোভো | |
সি | নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ডেনমার্ক বনাম পর্তুগাল ম্যাচের পরাজিত দল | গ্রিস | স্কটল্যান্ড | বেলারুশ | |
ডি | নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া ম্যাচের জয়ী দল | ইউক্রেন | আইসল্যান্ড | আজারবাইজান | |
ই | উয়েফা নেশন্স লিগে স্পেন বনাম নেদারল্যান্ডস ম্যাচের জয়ী দল | তুরস্ক | জর্জিয়া | বুলগেরিয়া | |
এফ | নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ডেনমার্ক বনাম পর্তুগাল ম্যাচের জয়ী দল | হাঙ্গেরি | আয়ারল্যান্ড | আর্মেনিয়া | |
জি | উয়েফা নেশন্স লিগে স্পেন বনাম নেদারল্যান্ডস ম্যাচের পরাজিত দল | পোল্যান্ড | ফিনল্যান্ড | লিথুয়ানিয়া | মাল্টা |
এইচ | অস্ট্রিয়া | রোমানিয়া | বসনিয়া ও হার্জেগোভিনা | সাইপ্রাস | সান মারিনো |
আই | নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে জার্মানি বনাম ইতালি ম্যাচের পরাজিত দল | নরওয়ে | ইসরাইল | এস্তোনিয়া | মালদোভা |
জে | বেলজিয়াম | ওয়েলস | নর্থ মেসিডোনিয়া | কাজাখস্তান | লিখটেনস্টাইন |
কে | ইংল্যান্ড | সার্বিয়া | আলবেনিয়া | লাটভিয়া | অ্যান্ডোরা |
এল | নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া ম্যাচের পরাজিত দল | চেক রিপাবলিক | মন্টেনেগ্রো | ফারো আইল্যান্ডস | জিব্রাল্টার |
২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হবে বিশ্বকাপের ২৩তম আসর। প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল। এদের মধ্যে উয়েফা অঞ্চল থেকে সুযোগ মিলবে ১৬টি দলের। বিশ্বকাপে সরাসরি ঠাঁই পাওয়া ১২টি দলের সঙ্গে প্লে-অফ পর্ব শেষে যুক্ত হবে আরও চারটি দল।
প্লে-অফ পর্বের ম্যাচগুলো হবে ২০২৬ সালের মার্চে। সেখানে অংশ নেবে ১৬টি দল। বাছাইপর্বের প্রতিটি গ্রুপের পয়েন্ট তালিকার দ্বিতীয় সেরা দলের সঙ্গে প্লে-অফ পর্বে অংশ নেবে উয়েফা নেশন্স লিগের চলমান আসর থেকে নির্বাচিত চারটি দল।
Comments