রিউমর স্ক্যানারের প্রতিবেদন

পাকিস্তানের পুরোনো ভিডিও দিয়ে বাংলাদেশে মন্দির ভাঙচুরের মিথ্যা প্রচারণা

ছবি: রিউমর স্ক্যানার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পাকিস্তানের একটি ঘটনার পুরোনো ভিডিও দিয়ে বাংলাদেশে মন্দির ভাঙচুরের দাবি করা হচ্ছে বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম রিউমর স্ক্যানার।

আজ মঙ্গলবার এক প্রতিবেদনে রিউমর স্ক্যানার জানায়, মন্দির ভাঙচুরের দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয় বরং, ২০২১ সালে পাকিস্তানের একটি মন্দির ভাঙচুরের ঘটনার ভিডিও।

দাবিটির বিষয়ে অনুসন্ধানে পাকিস্তানি গণমাধ্যম দ্য ডনের ওয়েবসাইটে ২০২১ সালের ৫ আগস্ট Mob ransacks temple after minor boy gets bail in desecration case শীর্ষক শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটিতে সংযুক্ত ভিডিও পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত মন্দিরে হামলার ভিডিওর সঙ্গে ওই ভিডিওর মন্দির ও হামলাকারীদের মিল আছে। যা থেকে এটি স্পষ্ট হয় যে, ওই ভিডিওটি একই ঘটনার তবে ভিন্ন ডিভাইস দিয়ে ধারণ করা হয়েছে। 

এছাড়াও প্রতিবেদনটি থেকে জানা যায়, পাকিস্তানের লাহোর থেকে ৫৯০ কিলোমিটার দূরে অবস্থিত রহিম ইয়ার খান জেলার ভোঙ্গে শহরের একটি মন্দিরে স্থানীয় মুসলিম জনতা হামলা চালায়। পোস্ট করা ভিডিওটি ওই মন্দিরে হামলার ঘটনার।

আরও অনুসন্ধানে ২০২১ সালের ৪ আগস্ট পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের সাবেক এমপি ড. রমেশ কুমার ভাঙ্কওয়ানির করা একটি এক্স পোস্ট খুঁজে পাওয়া যায়। সেখানে সংযুক্ত ভিডিওর সঙ্গে ওই দাবির ভিডিওটির মিল পাওয়া যায়।

একই ঘটনায় ২০২১ সালের ৫ আগস্ট পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের করা একটি এক্স পোস্টও খুঁজে পাওয়া যায়। পোস্টটি থেকে জানা যায়, ভাঙচুরকৃত মন্দিরটি একটি গনেশ মন্দির ছিল। এছাড়াও তার পোস্টের মাধ্যমে তিনি সরকারের পক্ষ থেকে মন্দিরটি সংস্কার করে দেওয়ার কথাও জানান।

অর্থাৎ, বাংলাদেশে মন্দির ভাঙচুরের ছবি দাবিতে পাকিস্তানের পুরোনো ঘটনার ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Comments

The Daily Star  | English

Govt to review media outlets owned by AL ministers, MPs

The adviser made these remarks during a stakeholders' meeting of the Department of Films and Publications

2h ago