দুইশ-আড়াইশ লোককে আসামি করে বাদী এখন চাঁদাবাজি করছে: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার এস এম সাজ্জাত আলী। ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের ঘটনায় করা বিভিন্ন মামলায় অসংখ্য লোককে আসামি করে এখন নাম কাটানোর কথা বলে বাদী চাঁদাবাজি করছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার এস এম সাজ্জাত আলী।

এসব মামলার বাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আজ রোববার নিজ কার্যালয়ে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নির্বাহী কমিটির সঙ্গে আলাপকালে এ কথা জানান কমিশনার সাজ্জাত আলী।

তিনি বলেন, 'ভুয়া মামলা হয়েছে, গায়েবি মামলা হয়েছে, মামলার আসামি দুইশ-তিনশ। নতুন করে যেটা শুরু হয়েছে, সেটা হলো বাদীরা প্রত্যেকের কাছ থেকে টাকা চাইছে। টাকা দাও, নাম কেটে দেবো বা মামলা উঠায় নেবো।'

তিনি বলেন, 'আইনগতভাবে বাদীর মামলা উঠানোর কোনো এখতিয়ার নেই। পুলিশেরও মামলা উঠানোর কোনো ক্ষমতা নেই। এটার ক্ষমতা আছে শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।'

'বাদী যে আসামিদের কাছে যাচ্ছে এবং টাকা দাবি করছে চাঁদাবাজির মতো, আমি ওসিকে বলেছি বাদীর বিরুদ্ধে মামলা দিয়ে দিতে। চাঁদাবাজির মামলা দিতে,' বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, 'উদ্দেশ্যমূলকভাবে এত লোককে আসামি করে মামলা দায়ের করেছে। এক নম্বর আসামি শেখ হাসিনা, তারপর ৫-৭ জনকে রেখে, এরপর খোঁজখবর নিয়ে যার কাছে টাকা আছে, তাকেই আসামি করছে। এখন বাদী টাকা নিতেছে। আমি বলেছি বাদীদের বিরুদ্ধে মামলা করা শুরু করেন।

তিনি বলেন, 'আমরা এগুলো শক্তভাবে দেখছি। জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের ঘটনায় যে দুইশ আড়াইশ লোককে আসামি করে মামলা হয়েছে, এখন চাঁদাবাজি হচ্ছে, এ বিষয়ে আমরা আইনগতভাবে দেখছি। মামলা ঠিক আছে, মামলা নষ্ট হবে না। অন্যভাবে মামলা দাঁড় করানো হবে।'

     

Comments

The Daily Star  | English

Elections entirely Bangladesh's internal matter: Shafiqul

'Wounds caused by crimes against humanity perpetrated by AL still fresh,' says CA's press secretary

1h ago