সাবেক ওসি শাহ আলম পালিয়ে সম্ভবত ভারত গেছেন: ডিএমপি কমিশনার

শাহ আলম | ছবি: সংগৃহীত

গ্রেপ্তার হওয়ার পর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে সাবেক ওসি শাহ আলম সম্ভবত ভারত বা অন্য কোনো প্রতিবেশী গেছেন বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার এসএম সাজ্জাত আলী।

আজ মঙ্গলবার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

উত্তরা পূর্ব থাকার সাবেক ওসি  শাহ আলম ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যার মামলার আসামি। গত ৯ জানুয়ারি তাকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়। এরপর উত্তরা পূর্ব থানায় নেওয়ার পর সেখান থেকে পালান তিনি।

আজকের মতবিনিময় সভায় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার এসএম সাজ্জাত বলেন, 'পুলিশের কোনো সুযোগ নেই সাবেক ওসিকে পালাতে সাহায্য করার। আমরা যদি তাকে ছেড়ে দিতে চাইতাম, তাহলে কেন তাকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করলাম? আমরা তাকে কুষ্টিয়া থেকেই ছেড়ে দিতাম, ঢাকায় আনার পর নয়।'

৯ জানুয়ারি তাকে আদালতে হাজির করার কথা ছিল। কিন্তু তিনি উত্তরা পূর্ব থানার ওসির কক্ষ থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

অভিযোগ আছে, হত্যা মামলার আসামি শাহ আলমকে গ্রেপ্তার করে কারাগারের পরিবর্তে ওসির কক্ষে রাখা হয়েছিল। পুলিশের অবহেলার কারণে তিনি পালিয়ে যেতে সক্ষম হন।

এরপর আইন প্রয়োগকারী সংস্থার সব  ইউনিট পলাতক ওসি শাহ আলমকে গ্রেপ্তারের জন্য কাজ শুরু করে। সারা দেশে রেড নোটিশও জারি করা হলেও, এখন পর্যন্ত তাকে ধরা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, 'আসল বিষয়টি হলো পুলিশ একটু সহানুভূতি দেখাতে গিয়েছিল। কারাগারে রাখার পরিবর্তে তাকে পুলিশ কর্মকর্তার কক্ষে রাখা হয়েছিল।'

'যদি তাকে (শাহ আলম) কারাগারে রাখা হতো, তাহলে হয়ত পালাতে পারত না। একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি হয়ত অসতর্ক ছিলেন এবং শাহ আলম পালিয়ে যান,' বলেন ডিএমপি কমিশনার।

পুলিশ তাকে গ্রেপ্তারে যথাসাধ্য চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি।

Comments

The Daily Star  | English

NGO funding: Bangladesh needs to look for new sources

The Trump administration's move had an immediate impact in Bangladesh, which received $450 million for nearly 100 projects

11h ago