চিকিৎসার জন্য সাময়িক মুক্তি পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস

টিউমার অপসারণ ও পায়ের হাড়ে অস্ত্রোপচারের পর ইরানের নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস। ছবি: এএফপি
টিউমার অপসারণ ও পায়ের হাড়ে অস্ত্রোপচারের পর ইরানের নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস। ছবি: এএফপি

চিকিৎসার জন্য সাময়িকভাবে কারাগার থেকে মুক্তি পেয়েছেন শান্তিতে ২০২৩ সালে নোবেল পুরস্কার বিজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী।

গতকাল বুধবার নার্গিসের জীবনসঙ্গী ত্বাকি রাহমানির বরাত দিয়ে এই তথ্য জানায় রয়টার্স।

ইরান সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোসহ বেশ কয়েকটি অভিযোগ মাথায় নিয়ে তেহরানের কুখ্যাত এভিন কারাগারে কারাদণ্ড ভোগ করছেন নার্গিস।

নার্গিসের আইনজীবী মোস্তাফা নিলি এক্সে পোস্ট করে বলেন, 'ফরেনসিক চিকিৎসকের মতামতের ভিত্তিতে তেহরানের কৌঁসুলি তিন সপ্তাহের জন্য নার্গিস মোহাম্মদীর কারাদণ্ড স্থগিত করেছেন। ইতোমধ্যে তিনি মুক্তি পেয়েছেন।'

'২১ দিন আগে তার দেহ থেকে একটি টিউমার অপসারণ করা হয়েছে। পাশাপাশি হাড়েও অস্ত্রোপচার চালানো হয়। এসব কারণে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য মুক্তি দেওয়া হয়েছে। সৌভাগ্যবশত, টিউমারটি ক্ষতিকারক ছিল না। তবে তাকে তিন মাস পর পর ডাক্তার পরীক্ষা করবেন', যোগ করেন তিনি। 

২০২৩ সালে পুরস্কার ঘোষণার সময় নোবেল কমিটি জানায়, সাহসী সংগ্রাম অব্যাহত রাখতে নার্গিস মোহাম্মদীকে অভাবনীয় মূল্য দিতে হয়েছে। ইরান সরকার তাকে ১৩ বার গ্রেপ্তার ও পাঁচবার দোষী সাব্যস্ত করেছে এবং সব মিলিয়ে ৩১ বছরের কারাদণ্ড দিয়েছে। এ ছাড়াও, তাকে ১৫৪ বার বেত্রাঘাতের দণ্ডও দেওয়া হয়েছে এবং তিনি এখনো কারাবন্দী আছেন।

নরওয়ের নোবেল কমিটির প্রধান নার্গিসের সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে কমিটি প্রধান ইউর্গেন ওয়াতনে ফ্রিদনেস বলেন, 'আমরা ইরানের কর্তৃপক্ষকে তার (নার্গিসের) কারাদণ্ড বাতিল ও উপযুক্ত চিকিৎসার উদ্যোগ নেওয়ার আহ্বান জানাই।'

Comments

The Daily Star  | English

Govt to withdraw 1,214 ‘ghost’ and political cases within a week: law adviser

The interim government has prepared a list of 16,429 ghost and politically motivated cases for withdrawal.

38m ago