জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিতের সিদ্ধান্ত ইরানের

ইস্পাহান শহরে অবস্থিত পরমাণু স্থাপনায় কাজ করছেন এক ইরানি কর্মী। ফাইল ছবি: রয়টার্স
ইস্পাহান শহরে অবস্থিত পরমাণু স্থাপনায় কাজ করছেন এক ইরানি কর্মী। ফাইল ছবি: রয়টার্স

জাতিসংঘের পরমাণু সংস্থা আইএইএ'র সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরান। এ বিষয়ে আজ দেশটির পার্লামেন্টে একটি বিল অনুমোদন হয়েছে।

ইরানের সরকারি গণমাধ্যম নুর নিউজের বরাত দিয়ে আজ বুধবার এই তথ্য জানিয়েছে রয়টার্স।

নুরনিউজ জানায়, সিদ্ধান্ত পার্লামেন্টে পাস হলেও এর চূড়ান্ত অনুমোদন দেবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল।

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর এই সিদ্ধান্ত নিলো দেশটির পার্লামেন্ট।

পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, ইরান বেসামরিক কাজে ব্যবহৃত পারমাণবিক কর্মসূচিকে আরও গতিশীল করবে।

এ মাসের শুরুতে আইএইএ জানায়, ইরান পরমাণু অস্ত্র-বিস্তার না করার যে অঙ্গীকার করেছিল, তা ভঙ্গ করেছে। তেহরানের দাবি, মূলত এ কারণে তাদের ওপর হামলার সুযোগ পায় ইসরায়েল।

ইরানের বুশেহর শহরের পরমাণু স্থাপনার অভ্যন্তরে। ফাইল ছবি: এএফপি
ইরানের বুশেহর শহরের পরমাণু স্থাপনার অভ্যন্তরে। ফাইল ছবি: এএফপি

তেহরান বরাবরই পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে এসেছে।

স্পিকার আরও জানান, আইএইএ এমন কী ইরানের পরমাণু অবকাঠামোতে হামলার নিন্দাও জানায়নি এবং এতে 'আন্তর্জাতিক মহলে তাদের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে' পড়েছে।

'এসব কারণেই ইরানের পরমাণু শক্তি সংস্থা জাতিসংঘের ওই সংস্থার সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করবে। যতক্ষণ পর্যন্ত না পরমাণু স্থাপনার নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এর মধ্যে আমরা দেশের শান্তিপূর্ণ পরমাণু প্রকল্পকে আরও দ্রুতগতিতে সামনে এগিয়ে নেব।'

গত সপ্তাহে পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটি ওই বিলের খসড়া অনুমোদন দেয়। কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই জানান, ওই বিলে আইএইএ'র সব নজরদারি ক্যামেরা স্থাপন, পরিদর্শন ও প্রতিবেদন তৈরি স্থগিতের কথা বলা হয়েছে।

কাতারের আল-আরাবি আল-জাদিদকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, 'আমি মনে করি আমাদের পরমাণু কর্মসূচি ও এর বিস্তার না করার আগের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসতে পারে। তবে সেটা কোন দিকে যাবে, তা আগে থেকে বলা সম্ভব নয়।'

Comments

The Daily Star  | English
Curfew in Gopalganj after clash

Curfew in Gopalganj after 4 die in clash

The curfew will be in effect until 6:00pm tomorrow

3h ago