কারাগারে থেকে নোবেল পাওয়ার অভিজ্ঞতার বর্ণনা দিলেন ইরানের নার্গিস মোহাম্মদী

ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী। ফাইল ছবি: এএফপি
ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী। ফাইল ছবি: এএফপি

২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার জেতেন ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী। কিন্তু কারাগারে বন্দী  থাকায় নিজ হাতে পুরস্কারটি গ্রহণও করতে পারেননি তিনি।

ইতোমধ্যে চিকিৎসার জন্য সাময়িক মুক্তি পেয়েছেন নার্গিস। পুরস্কার জেতার পর প্রথমবারের মতো নোবেল কমিটির সঙ্গে কথা বলেছেন নার্গিস। জানিয়েছেন কারাগার থেকে নোবেল জয়ের খবর পাওয়ার অভিজ্ঞতার বিস্তারিত।

আজ রোববার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

২০২১ সাল থেকে কারারুদ্ধ এই মানবাধিকারকর্মী গত সপ্তাহে চিকিৎসার জন্য সাময়িকভাবে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। গতকাল রাতে প্রকাশিত এক ফুটেজে নার্গিসকে ভিডিও কলের মাধ্যমে নোবেল কমিটির সঙ্গে কথা বলতে দেখা যায়।

সেখানে তিনি তেহরানের কুখ্যাত এভিন কারাগারে থাকা অবস্থায় কীভাবে নোবেল জয়ের খবর পেয়েছিলেন, সে বর্ণনা দেন।

'কারাগারের নারী ওয়ার্ডে আমাদের সঙ্গে ছিলেন এক নারী। তিনি পুরুষদের ওয়ার্ডে বন্দি থাকা তার স্বামীকে ফোন করেছিলেন। তাদের মাধ্যমেই আমি নোবেল জেতার অবিশ্বাস্য খবরটি জানতে পারি,' বলেন নার্গিস।

নার্গিস জানান, তার নোবেল জয়ের খবর ছড়িয়ে পড়ার পর ইরানের নারী আন্দোলনের স্লোগান—'নারী-জীবন-স্বাধীনতা'—তে মুখরিত হয়ে ওঠে কারাগার।

ইরানে নারীদের বাধ্যতামূলক হিজাব নীতির বিরুদ্ধে আন্দোলন ও মৃত্যুদণ্ডের বিরুদ্ধে প্রচারণা চালানো নার্গিসকে ২০২১ সালের নভেম্বরে কারাগারে পাঠায় ইরান সরকার।

২০২৩ সালে কারারুদ্ধ অবস্থায় শান্তিতে নোবেল জেতেন নার্গিস। তার পক্ষে পুরস্কার গ্রহণ করেছিলেন তার দুই সন্তান।

২০২৩ সালে পুরস্কার ঘোষণার সময় নোবেল কমিটি জানায়, সাহসী সংগ্রাম অব্যাহত রাখতে নার্গিস মোহাম্মদীকে অভাবনীয় মূল্য দিতে হয়েছে। ইরান সরকার তাকে ১৩ বার গ্রেপ্তার ও পাঁচবার দোষী সাব্যস্ত করেছে এবং সব মিলিয়ে ৩১ বছরের কারাদণ্ড দিয়েছে। এ ছাড়াও, তাকে ১৫৪ বার বেত্রাঘাতের দণ্ডও দেওয়া হয়েছে এবং তিনি এখনো কারাবন্দী আছেন।

গত বুধবার চিকিৎসাজনিত কারণে তিন সপ্তাহের জন্য নার্গিসের কারাদণ্ড স্থগিত করে কর্তৃপক্ষ।

নার্গিসের আইনজীবী মোস্তাফা নিলি বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, '২১ দিন আগে তার দেহ থেকে একটি টিউমার অপসারণ করা হয়েছে। পাশাপাশি হাড়েও অস্ত্রোপচার চালানো হয়। এসব কারণে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য মুক্তি দেওয়া হয়েছে। সৌভাগ্যবশত, টিউমারটি ক্ষতিকারক ছিল না। তবে তাকে তিন মাস পর পর ডাক্তার পরীক্ষা করবেন।'

Comments

The Daily Star  | English

UN report on mass uprising: What lies ahead for AL?

Find out more with Tanim Ahmed in today's Star Explanations

1h ago