আসছে লাকী আখান্দের অপ্রকাশিত গান
কিংবদন্তি সংগীতশিল্পী লাকী আখান্দের মৃত্যুর ৭ বছর পরে তারই সুরে প্রকাশিত হচ্ছে নতুন গান 'ভবের নদী'।
গানটি গেয়েছেন বাপ্পা মজুমদার, তার সহশিল্পী হিসেবে আছেন সাঈদা শম্পা। সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার।
গোলাম মোর্শেদের কথায় গানটি 'গান জানালা' ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে আগামীকাল বৃহস্পতিবার।
গানটির গীতিকার গোলাম মোর্শেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'লাকী ভাইয়ের সুর করা একটা গান আমার কাছে ছিল "ভবের নদী" নামে। বাপ্পাকে নিয়ে নতুন একটি গান করার পরিকল্পনার মাঝে এই গানের কথা শেয়ার করি। গানটা শুনে বাপ্পার পছন্দ হলো। তারপর বাপ্পা গানটার মিউজিক করে।'
'আমার লেখা লাকী আখান্দ-সামিনার "আনন্দ চোখ" এবং ফাহমিদা-বাপ্পার "এক মুঠো গান-১" এবং ফাহমিদা-নিপোর "ইউসুফ জুলেখা" অ্যালবামের গান পছন্দ করেছে। এই গানটাও পছন্দ করবে আশা রাখি,' বলেন তিনি।
Comments