নির্ঝরের গানের সংকলনে কুমার বিশ্বজিৎ, বাপ্পা ও অর্ণব

স্থপতি ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে গাইলেন দেশের জনপ্রিয় তিন তারকা সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার ও সায়ান চৌধুরী অর্ণব। 

তাদের গানগুলো প্রকাশিত হতে যাচ্ছে বাংলা ভাষায় অন্যতম বৃহৎ মৌলিক গানের সংকলনে যার নাম দেওয়া হয়েছে 'যেটা আমাদের নিজের মতোন'।

গত ৮ জুন বিশ্বসাহিত্য কেন্দ্রে শিল্পী, সাংবাদিক ও গুণীজনদের উপস্থিতিতে ৬৩ গানের এ সংকলনের প্রকাশযাত্রা শুরু করেন নির্ঝর। 

গানগুলো তৈরি ও প্রকাশ করছে ইকেএনসি (এক নির্ঝর কোলাবরেশানস) ও গানশালা। 

তারা জানিয়েছে, প্রতিষ্ঠিত ও তরুণ ৫৪ কণ্ঠশিল্পীর কণ্ঠে সাজানো অ্যালবামটিতে ইতোমধ্যে প্রকাশিত হয়েছে ৩৫টি গান। 

বছরজুড়ে গান প্রকাশের এই যাত্রায় এবার দেশীয় সংগীতের এই তিন জনপ্রিয় তারকা শিল্পীর গানও শোনা যাবে।

প্রকাশিত ভিন্নধর্মী গানগুলো ইতিমধ্যেই সমাদৃত হয়েছে শ্রোতামহলে। শুধু বড়দের নয়, শিশুদের কণ্ঠে 'অ তে অজগর আসবে কেন তেড়ে', 'কোনটা বড়দের' কিংবা 'বাঘ বলে মিয়াঁও' এর মতো গানগুলোও প্রশংসিত হয়েছে শ্রোতাদের কাছে।

উদ্বোধনী আয়োজনে প্রকাশিত হয় রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে সংকলনের প্রথম গানটি। প্রকাশিত গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, শফি মণ্ডল, নবনীতা চৌধুরী, কোনাল, সভ্যতাসহ অনেকেই। 
সংগীত সংশ্লিষ্টদের মতে, প্রতিটি গানের কথাই চিন্তার দুয়ার খুলে দিচ্ছে সকল বয়সী শ্রোতাদের।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের ধারাবাহিক প্রক্রিয়ায় এনামুল করিম নির্ঝর তার 'নয় বছরের বড়' প্রক্রিয়ার অংশ হিসেবে স্থাপত্য, চলচ্চিত্র ও সঙ্গীত এবং অন্যান্য সৃজনশীল – সামাজিক উদ্যোগ গ্রহণ করেছেন। এ উদ্যোগের অংশ হিসেবে ইতিমধ্যে নয়টি চলচ্চিত্রের মধ্যে পাঁচটির নির্মাণ প্রায় সম্পন্ন হয়েছে। বছরজুড়ে ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে সংকলনটির গানগুলো।

'যেটা আমাদের নিজের মতোন' প্রকাশিত হচ্ছে গানশালা–ইকেএনসির ইউটিউব চ্যানেলে। সংকলনটিতে উল্লিখিত শিল্পীরা ছাড়াও আরও গান গেয়েছেন সুজিত মোস্তফা, লাবিক কামাল গৌরব, তানভীর আলম সজীব, সুনীধি নায়েক, সভ্যতা, ফারহিন খান জয়িতা, সাগর দেওয়ানসহ মোট ৫৪ শিল্পী। গানগুলোর সংগীতায়োজন করেছেন তরুণ ১২ সঙ্গীত পরিচালক।

প্রসঙ্গত, ২০১৫ সালে গানশালা থেকেই বাংলাদেশের সবচেয়ে বড় মৌলিক গানের সংকলন এক নির্ঝরের গান ০০১ প্রকাশিত হয় যেখানে ১০১টি গান সন্নিবেশিত ছিল।     

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

7h ago