ইসি সচিব শফিউল আজিমকে ওএসডি, এনআইডির নতুন ডিজি হুমায়ুন কবীর
নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিমকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার।
তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে বলে আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
'জনস্বার্থে' জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
গত ২১ মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিমকে ইসি সচিব করা হয়।
তিনি ইসি সচিব মো. জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হয়েছিলেন।
এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবীরকে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
Comments