পায়ে পড়ে ঝগড়া করার চেষ্টা করছেন, এগুলো করবেন না: সাখাওয়াত হোসেন
'আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের লোকেরা শান্তিতে আছেন। কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের নিয়ে তাদের মিডিয়াতে নানা অপপ্রচার চালাচ্ছে,' বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, 'আমরা দেখতে পাচ্ছি ওনারা পায়ে পড়ে ঝগড়া করার চেষ্টা করছেন, এর কোনো কারণ নাই। দয়া করে এগুলো করবেন না। এসব করে ওনারা বাংলাদেশের লোককে ভারতমুখী করতে পারবেন না। কারণ এখানকার হিন্দু সম্প্রদায়ের লোকেরাও আমাদের নাগরিক।'
আজ মঙ্গলবার সকালে চাঁদপুর নৌ টার্মিনালের আধুনিকায়ন কাজ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন বলেন, 'আমরা আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে শান্তিতে থাকতে চাই। আমরা চাই না আমাদের দেশে কোনো উত্তেজনাকর পরিবেশ তৈরি হোক। আমাদের দেশ ১৮ কোটি লোকের দেশ। আমরা চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলতে।'
এ সময় তার সঙ্গে ছিলেন একান্ত সচিব মো. জহিরুল ইসলাম।
উপদেষ্টা সাখাওয়াত হোসেন চাঁদপুর নৌ টার্মিনাল আধুনিকায়ন নিয়ে বলেন, লঞ্চ টার্মিনাল নির্মাণ কাজে ইতোমধ্যে অনেক সময় ব্যয় হয়েছে। নির্মাণ কাজে অনিয়ম পাওয়া গেলে বা যদি কাজ না হয় তাহলে ঠিকাদারী প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে।
এ সময় তিনি মেঘনা নদীর মুন্সীগঞ্জ চাঁদপুর সীমানায় বালু উত্তোলন নিয়ে বলেন অবৈধ বালু উত্তোলনে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ অন্যান্যরা।
Comments