চাঁদপুরে তেলের ট্যাংকারে বিস্ফোরণ, দগ্ধ ৬

ছবি: সংগৃহীত

চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর কয়লা ঘাট এলাকায় 'ওটি সাদিয়া অনিক' নামে একটি তেলভর্তি ট্যাংকারে জেনারেটর বিস্ফোরণের ঘটনা ঘটেছে । আজ রোববার বিকেল সাড়ে ৪টার এ ঘটনায় ওই ট্যাংকারে থাকা ৬ জন স্টাফ দগ্ধ হন।

তারা হলেন রুবেল (৩৫), গোলাপ (৫০), জিলানী (৩০), মাসুদ (৩০), গিয়াস উদ্দিন (২৯) ও মধু (৫৫)।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক সৈয়দ মোরশেদ আলম জানান, খবর পয়ে তাৎক্ষনিক চাঁদপুর নৌ ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় লোকজনের সহায়তায় দগ্ধ ৬ জনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তাদের মধ্যে গুরুতর দগ্ধ গোলাপকে ঢাকায় পাঠানো হয়েছে।

তেলবাহী ট্যাংকার 'ওটি সাদিয়া অনিকের' স্টাফ মো. আলমগীর বলেন, 'গত শুক্রবার সাড়ে ৭ লাখ লিটার ডিজেল ও পেট্রোল নিয়ে জাহাজটি চাঁদপুর ডাকাতিয়া নদী সংলগ্ন পদ্মা তেল ডিপোর পাশে নোঙর করা হয়। আজ বিকেলে ডিপোতে তেল আনলোড করতে জেনারেটর চালু করলে হঠাৎ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আমরা ৩ জন ট্যাংকার থেকে নিচে নামায় রক্ষা পাই। তবে ট্যাংকারে থাকা বাকি ৬ জন দগ্ধ হন।'

Comments

The Daily Star  | English

Drug sales growth slows amid high inflation

Sales growth of drugs slowed down in fiscal year 2023-24 ending last June, which could be an effect of high inflationary pressure prevailing in the country over the last two years.

17h ago