চিন্ময় কৃষ্ণসহ ইসকনের ‘স্বার্থ সংশ্লিষ্ট’ ১৭ জনের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ

নাবিল গ্রুপ, বিএফআইইউ, আর্থিক গোয়েন্দা বিভাগ, এস আলম গ্রুপ, ব্যাংক,

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের 'স্বার্থ সংশ্লিষ্ট' ১৭ জনের ব্যাংক হিসাবে লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এসব ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের এ সংক্রান্ত নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছে।

চিন্ময় কৃষ্ণ দাস ছাড়া এই তালিকায় থাকা অন্যরা হলেন­— কার্ত্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্ব কুমার সিংহ, চণ্ডীদাস বালা, জয়দেব কর্মকার, লিপি রানী কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণ কান্তি দাশ, প্রিয়তোষ দাশ, রূপন দাস, রূপন কুমার ধর, আশীষ পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী ও সজল দাস।

বিএফআইইউ'র এ নির্দেশনার ফলে এই ব্যক্তিদের ব্যাংক হিসাবে সব ধরনের লেনদেন ৩০ দিন স্থগিত থাকবে।

বিএফআইইউ'র চিঠিতে বলা হয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইন–২০১২–এর ২৩(১)(গ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ইসকন ও এর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি এবং তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে পরিচালিত হিসাবের (আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের হিসাব ব্যতীত) লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করার নির্দেশনা দেওয়া হলো।

একইসঙ্গে চিঠিতে তাদের মালিকানাধীন সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠানের নামে পরিচালিত সব হিসাবের হিসাব–সংক্রান্ত তথ্য—যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ফরম, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী আগামী তিন কর্মদিবসের মধ্যে পাঠাতে অনুরোধ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Grameen Bank ownership, board to see major changes 

The plan has been outlined in the draft of a new ordinance

2h ago