প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
![](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2024/11/27/whatsapp_image_2024-11-27_at_19.42.28.jpeg)
অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার সন্ধ্যা ৬টায় মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন।
![](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2024/11/27/468423737_2563261267206009_3562471538565923933_n.jpg)
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান দ্য ডেইলি স্টারকে জানান, মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহম্মেদ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন।
স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান টুকু ঢাকার বাইরে থাকায় বৈঠকে উপস্থিত থাকতে পারেননি।
Comments