আইপিএল নিলাম: ইতিহাস গড়ে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে পান্ত

Rishabh Pant

আইপিএলের মেগা নিলামে শুরুতেই রেকর্ড গড়ছিলেন ভারতের শ্রেয়াস আইয়ার। অনুমিতভাবেই খানিক পর তা ভেঙে দিলেন সতীর্থ রিশভ পান্ত। ২৭ কোটি রুপিতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে নতুন ঠিকানা পেলেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ মূল্য পাওয়া ক্রিকেটার এখন তিনি।

পান্তকে নিজেদের দলে পেতে শুরু থেকেই লড়াইয়ে নামে একাধিক ফ্র্যাঞ্চাইজি। লক্ষ্ণৌর সঙ্গে ১০ কোটি রুপি পর্যন্ত লড়াই করে হাল ছাড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে সানরাইজার্স হায়দরাবাদ চালিয়ে যায় লড়াই। দুই দলের তুমুল লড়াইয়ে চড়তে থাকা দাম ২০ কোটি ৭৫ লাখ রুপি উঠলে তারা হাল ছাড়ে। তবে রাইট টু ম্যাচ অপশনের সুযোগ নিয়ে নিলামে অংশ নিতে চায় পান্তের পুরনো দল দিল্লি ক্যাপিটালস। লক্ষ্ণৌ পান্তের জন্য নতুন দর ২৭ কোটি রুপি ঠিক করলে দিল্লি আর আগ্রহ দেখায়নি।

রোববার সৌদি আরবের জেদ্দায় শুরু হওয়া দুইদিনব্যাপি নিলামে এর আগে দিল্লির সঙ্গে তীব্র লড়াইয়ে ব্যাটার শ্রেয়াসকে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে কিনে নেয় পাঞ্জাব কিংস। শ্রেয়াস ভেঙেছিলেন আগেরবারের নিলামে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে বিক্রি হওয়া মিচেল স্টার্কের রেকর্ড। গত বছর সর্বোচ্চ মূল্য পাওয়া অস্ট্রেলিয়ার পেসার এবার নিলামে পেয়েছেন ১১ কোটি ৭৫ লাখ। তাকে নিয়েছে দিল্লি।

নিলামের আগেই ধারণা করা হচ্ছিল, সর্বোচ্চ মূল্য পেতে পারেন পান্ত। উইকেটরক্ষক ও বিস্ফোরক ব্যাটার হওয়ার পাশাপাশি নেতৃত্বগুণও আছে তার। নেতৃত্বগুণের কারণে চড়া মূল্য পেয়েছেন শ্রেয়াসও।

মার্কি সেট ওয়ানে থাকা ৬ ক্রিকেটার বিক্রি হয়েছেন মোট ১১০ কোটি রুপিতে। 

মার্কি সেট ওয়ানের ৬ ক্রিকেটার কে কত মূল্যে কোন দলে:

আর্শদীপ সিং (ভারত)- ১৮ কোটি রুপিতে পাঞ্জাব কিংসে

কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)- ১০ কোটি ৭৫ লাখ রুপিতে গুজরাট টাইটান্সে

শ্রেয়াস আইয়ার (ভারত)- ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে পাঞ্জাব কিংসে

জস বাটলার (ইংল্যান্ড)- ১৫ কোটি ৭৫ লাখ রুপিতে গুজরাট টাইটান্সে

মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)- ১১ কোটি ৭৫ লাখ দিল্লি ক্যাপিটালসে

রিশভ পান্ত (ভারত)- ২৭ কোটি রুপিতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে।

Comments

The Daily Star  | English

White paper on economy to be submitted on Sunday: Debapriya

The outcomes of the white paper will also be shared with the media on Monday

1h ago