ব্যাটারিচালিত রিকশা বন্ধের আদেশ স্থগিত চেয়ে আপিল করবে সরকার

ফাইল ছবি/ আনিসুর রহমান

রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করবে সরকার।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর মুহাম্মদ আজমী রোববার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে পিটিশনের প্রস্তুতি নিচ্ছি। আজ বা আগামীকাল আপিল বিভাগের চেম্বার বিচারপতির কাছে আবেদনটি পেশ করতে পারি।'

তিনি বলেন, স্থগিতাদেশের আবেদনে ব্যাটারিচালিত রিকশা বা অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া সরকারের নীতিগত সিদ্ধান্ত এবং তাই হাইকোর্ট এই সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারে না বলে উল্লেখ থাকবে।

গত ২০ নভেম্বর, হাইকোর্ট সড়ক দুর্ঘটনা কমাতে তিন দিনের মধ্যে ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা চলাচল বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

একইসঙ্গে এসব যানবাহনের কার্যক্রম বন্ধে তাদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা ব্যাখ্যা করতে রুল জারি করে।

বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্য জোটের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ এ নির্দেশনা দেন।

রিট আবেদনকারীদের আইনজীবী সানজিদ সিদ্দিকী সেদিন দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, নগরীতে লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের পদক্ষেপের অভাবকে চ্যালেঞ্জ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

At least 30 hurt as clashes engulf part of Old Dhaka

Suhrawardy college, hospital vandalised as protests over student’s death turn violent

55m ago