মনোনয়ন বাতিল, আপিল করবেন মাহিয়া মাহি

মাহিয়া মাহি
মাহিয়া মাহি। ছবি: স্টার

আসন্ন জাতীয় নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আজ রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে তার মনোনয়ন বাতিল করা হয়।

আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে শারমিন আক্তার নিপা ওরফে মাহিয়া মাহি এ আসনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন। 

দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে মাহি বলেন, তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন।

মাহি আরও বলেন, 'আমার সমর্থক ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে।'

তবে এ বিষয়ে বিস্তারিত বলতে রাজী হননি এই চিত্রনায়িকা।

এ আসনে আওয়ামী লীগের আরও তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে বাতিল করা হয়েছে।

তারা হলেন-আক্তারুজ্জামান, গোলাম রব্বানী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলমের স্ত্রী শাহনেওয়াজ আয়েশা আক্তার।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এই চার স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্রে সমর্থনকারী ভোটারদের তালিকা যথাযথ ছিল না।

জানতে চাইলে জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ ডেইলি স্টারকে বলেন, 'মনোনয়নপত্রে মাহীর উল্লেখ করা ভোটারদের মধ্যে অন্তত তিনজনকে পাওয়া গেছে যারা এতে সই করেননি। এছাড়া এ আসনের ভোটার নয়, এমন একজনের নামও ওই তালিকায় ছিল।'

ডিসি অফিস চত্বরে মাহি ডেইলি স্টারকে বলেন, 'ভুল বোঝাবুঝির কারণে রিটার্নিং কর্মকর্তা এমন সিদ্ধান্ত নিয়েছেন। আমি আপিল জমা দেওয়ার পর বিষয়টি পরিষ্কার হবে।'

এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরীর ১০ লাখ ৫৭ হাজার টাকার অনাদায়ী পৌরকরের জন্য মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।

রাজশাহী জেলার ছয়টি আসনে মোট ৬০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ৩৬টি বৈধ ঘোষণা করা হয়েছে।

১৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং সাতজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

 

Comments

The Daily Star  | English

UN chief Guterres meets Prof Yunus in Davos

UAE invites Yunus to attend World Governments Summit in Dubai

43m ago