রাজস্ব বোর্ডের সার্ভারে একের পর এক সাইবার অ্যাটাক কীভাবে হলো?
অর্থনৈতিক খাতে বাংলাদেশ ব্যাংকের পর এবার জাতীয় রাজস্ব বোর্ড সাইবার অ্যাটাকের শিকার হওয়ার বিষয়টি সামনে এসেছে। একের এক সাইবার অ্যাটাকের মাধ্যমে একটি সংঘবদ্ধ চক্র জাতীয় রাজস্ব বোর্ডকে ফাঁকি দিয়ে আসছে অনেক দিন ধরেই।
এই চক্র ভূয়া রপ্তানির ঘোষণা দিয়ে হাজার কোটি টাকা পাচার করেছে বিদেশে। একইসঙ্গে আমদানি চালানে নাম মাত্র শুল্ক দিয়ে পণ্য খালাস করেছে।
কীভাবে এনবিআরের সার্ভারে সাইবার অ্যাটাক করা হলো? এই সাইবার অ্যাটাকের মাধ্যমে দেশের কত টাকা ক্ষতি হলো? এসব জানব আজকের স্টার নিউজপ্লাসে।
Comments