‘আগামী অর্থবছর থেকে সবার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক’

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের নিয়ম
ছবি: স্টার

আগামী ২০২৫-২৬ অর্থবছর থেকে সবার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় এ কথা বলেন তিনি।

আবদুর রহমান খান বলেন, 'অতীতে অটোমেশন কার্যক্রম থমকে ছিল। কিন্তু এখন এর কোনো বিকল্প নেই। এনবিআর অটোমেশন বাস্তবায়নে কাজ করছে। ব্যবসায়ীরাও মনে করছেন, অটোমেশন অপরিহার্য। আমরা সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি এবং বড় আকারে অটোমেশন প্রকল্প হাতে নিয়েছি।'

তিনি আরও বলেন, 'গত কয়েক মাসে আমরা অটোমেশনকে অগ্রাধিকার দিয়েছি। যেমন: অনেক ক্ষেত্রে অনলাইনে আয় দাখিল বাধ্যতামূলক করেছি। আগামী অর্থবছর থেকে সবার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে। কাগজে রিটার্ন আর গ্রহণ করা হবে না।'

'এখন করপোরেট ট্যাক্স রিটার্ন অনলাইনে দাখিল করা যায় না। কিন্তু আগামী বছর থেকে প্রতিষ্ঠানগুলোকে অনলাইনেই রিটার্ন জমা দিতে হবে। আমরা এই সেবাগুলো মোবাইল অ্যাপে যুক্ত করার কাজও করছি,' যোগ করেন তিনি।

ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদের সভাপতিত্বে এই আলোচনায় অংশ নেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা।

করপোরেট কর বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে করপোরেট কর হার কমানো হবে না।

তিনি বলেন, 'গত ৫০ বছরে জাতীয় ঋণের বোঝা বেড়েছে। সেই ঋণ পরিশোধ করতে হবে। কাজেই করপোরেট খাত বা অন্যান্য ক্ষেত্রে কর কমানোর কোনো সুযোগ নেই।'

তিনি আরও বলেন, 'আমরা সব খাতের জন্য বৈষম্যহীন করব্যবস্থা চাই।'

সভায় ডিসিসিআই বর্তমানে ৩ লাখ ৫০ হাজার টাকার আয়করমুক্ত সীমা বাড়িয়ে ৫ লাখ টাকা করার সুপারিশ করে।

বাণিজ্য সংগঠনটি শীর্ষ আয় পর্যায়ের জন্য সর্বোচ্চ আয়করের হার ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করারও আহ্বান জানায়।

Comments

The Daily Star  | English
Tariffs

Economic lessons from the tariff war

Our understanding of tariffs might not be complete.

9h ago